রাতের অন্ধকারে বিজেপির পোলিং এজেন্ট তথা বুথ সভাপতির বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
জানা গিয়েছে, অষ্টম তথা শেষ দফা ভোটের আগের রাত, বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর বিধানসভার কেশরাইল গ্রামের ওই বিজেপি নেতার বাড়িতে হামলা হয়। বিজেপি নেতা মেঘনাথ দেবনাথের বাড়িতে আগুন লাগিয়ে পালায় কয়েকজন দুষ্কৃতী। রাত তখন প্রায় বারোটা। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি।
এদিকে অগ্নিসংযোগের ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকেই আঙুল তুলেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতার বাড়ির সর্বস্ব আগুনে পুড়ে খাক হয়ে গিয়েছে বলে অভিযোগ।
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে বোমাবাজির ঘটনায় হরিরামপুর বিধানসভার এই কেশরাইল এলাকা বেশ কয়েকদিন ধরেই খবরের শিরোনামে ছিল। ভোট পরবর্তীতে আবারও রাজনৈতিক হিংসার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল কেশরাইল। এদিকে এই আগুনের ঘটনার পর অকুস্থলে পৌঁছয় হরিরামপুর থানার পুলিশ বাহিনী। সকাল থেকেই এলাকায় বসানো হয়েছে পুলিশ টিম।
বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে আসেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার, বিজেপির জেলা সভাপতি বিনয় কুমার বর্মন-সহ জেলা বিজেপি নেতৃত্ব। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকেই তাঁরা একযোগে আঙুল তোলেন। দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন সাংসদ সুকান্ত মজুমদার। যদিও এই অভিযোগ করেছেন তৃণমূলের জেলা কো-অর্ডিনেটর সুভাষ চাকি।
Be the first to comment