হাইকোর্টের ঘাড়ে দায় চাপিয়ে ২১ জুলাইয়ের বাউড়িয়ার সভা বাতিল করল বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বুধবার রাতে এ কথা জানান। বৃহস্পতিবার উলুবেড়িয়ায় বিজেপি সভা করতে চেয়েছিল। কিন্তু প্রশাসন অনুমতি না দেওয়ায় আদালতে যান শুভেন্দু। ২১ জুলাই ধর্মতলায় তৃণমূলের সভা থাকায় আদালত উলুবেড়িয়ায় বিজেপিকে সভা করতে দিতে আপত্তি করে।
অবশেষে দফায় দফায় শুনানির পর বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমি ভট্টাচার্য উলুবেড়িয়ার বদলে বাউড়িয়াতে বিজেপিকে সভা করার অনুমতি দেন। বলা হয়, সভা করতে হবে রাত ৮টার পরে। ১০টার মধ্যে সভা শেষ করতে হবে। শব্দ দূষণ ছড়ানো যাবে না। সভায় কোনও উস্কানিমূলক বক্তব্য বা অডিয়ো শোনানো যাবে না।
আদালতের এই নির্দেশের পরেই বিরোধী দলনেতার প্রতিক্রিয়া ছিল, ২১ জুলাই তৃণমূলের সভা। ওটা আসলে বর্তমানে সরকারের সভায় পরিণত হয়েছে। কোনও এক রাজনৈতিক দলের সভা বলে অন্যদলকে সভা করতে দেওয়া হবে না। তাঁর দাবি ছিল, রাজ্য সরকার আদালতের উপর চাপ সৃষ্টি করেছে।
এই মন্তব্যের কিছুক্ষণের মধ্যেই শুভেন্দু ফের জানান, এভাবে আদালতের ‘অদ্ভুত’ যুক্তি মেনে সভা করা সম্ভব নয়। এভাবে প্রশাশনিক চাপের মাথা নত করব না। অনুমতি দিলেও একাধিক শর্ত চাপানো হয়। এভাবে সভা করা যায় না। পরিবর্তে ২৭ জুলাই প্রতিবাদ দিবসের ডাক দেন শুভেন্দু-বিজেপি।
সভা বাতিলের সিদ্ধান্ত বদলের পরেই বিজেপি-শুভেন্দুকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। দলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কটাক্ষ, লোক আনতে পারবে না বলে পালিয়ে গেল শুভেন্দু। ও মানসিক বিকারগ্রস্ত হয়ে এখন আদালতের ঘাড়ে দায় চাপাচ্ছে।
Be the first to comment