নন্দীগ্রামের পাশাপাশি দ্বিতীয় দফায় আরও একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ডেবরা। সেখানে লড়ছেন দুই প্রাক্তন আইপিএস। এ দিন সকালেই বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে রাস্তায় বসে পড়ে প্রতিবাদ জানান ভারতী ঘোষের সঙ্গী। নিরাপত্তার দাবি জানাচ্ছেন তিনি।
এ দিকে, আর সকাল সকালই ভোট দিয়েছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। গাড়ি থেকে নেমে বাইকে চেপে ভোট দিতে যান তিনি। যাওয়ার আগে সংবাদমাধ্যমকে বলেন, ‘১০০ বুথে এজেন্ট নেই মমতা ‘। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম কেন্দ্রে শুভেন্দু অধিকারীর প্রতিপক্ষ খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। হাই ভোল্টেজ লড়াইকে সামনে রেখে নিরাপত্তাও তুঙ্গে।
রাজ্যের বিধানসভা নির্বাচনের আজ দ্বিতীয় দফার ভোট। ৩০ টি কেন্দ্রে চলছে ভোটগ্রহণ। তবে রাজ্য তথা গোটা দেশের নজর নন্দীগ্রামে। আর সেখান থেকেই এসেছে বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যুর খবর। মৃত কর্মীর নাম অজয় দোহে। রাতে তাঁকে তৃণমূলকর্মীরা হুমকি দিচ্ছিল বলে অভিযোগ পরিবারের।
এছাড়াও এই দফায় তারকা প্রার্থী হিসেবে রয়েছেন বিজেপির অশোক দিন্দা ও অভিনেতা হিরণ। এছাড়া রয়েছেন তৃণমূলের সায়ন্তিকা ও সোহম।
Be the first to comment