এবারে থেকে প্রতিমাসে দুবার করে ধোয়া হবে রেলের এসি কামরার কম্বল। কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। বিশেষ করে দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর এসি কামরার কম্বল ব্যবহারের অযোগ্য। অভিযোগ দীর্ঘদিনেরই। যার জেরেই এবার পুরোনো নিয়ম বদলে নয়া নিয়ম জারি করল ভারতীয় রেল ৷ এতদিন অবধি এই সমস্ত কম্বলগুলি মাসে একবার কিংবা কখনও কখনও ছ’মাসে একবার পরিষ্কার করা হত ৷ রেলের পরিসংখ্যান অনুযায়ী, এসি যাত্রীদের জন্য প্রতিদিন ৩ লক্ষ ৯০ হাজার কম্বল লাগে ৷ প্রথম শ্রেণীর এসি কামরায় একটি কম্বল একবার ব্যবহার করার পরই সেটি বদল করে দেওয়া হয় ৷ আবার পরিষ্কার করে সেটি নিয়ে আসা হয় ৷ কিন্তু এসি সেকেন্ড এবং থার্ড ক্লাসে সেই ব্যবস্থাটি নেই ৷ কিন্তু সেই ব্যবস্থাটিরই এবার পরিবর্তন করা হল ৷ এসি সেকেন্ড এবং থার্ড ক্লাসেও এবার নিয়মিত কম্বল পরিষ্কার করার নিয়ম চালু হচ্ছে ৷ কিন্তু এবার মাসে দু’বার পরিষ্কার করা হলে, কম্বলগুলির ব্যবহার করার সময়সীমা অনেকটাই কমবে৷ যার জেরে এই কম্বলের জন্য ভারতীয় রেলকে আরও বেশি টাকা ব্যয় করতেও হবে না৷ তা সত্ত্বেও পরিষেবার মান উন্নত করতে চায় রেল।
Be the first to comment