সঞ্জয় পালঃ
বাংলা সিনেমার অন্যতম নায়িকা দেবশ্রী ভট্টাচার্যর আহ্বানে গড়িয়া ৬ নং ওয়ার্ডে বোয়ালিয়া যুব সংঘ ক্লাবে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া প্রশাসক বাবুন ব্যানার্জী, রাজ্যের বিধায়ক তথা ইন্ডিয়ান মেডিকেল এসোসিয়েশনের রাজ্য শাখার সভাপতি ডা: নির্মল মাজি, ডা: প্রসূন পাঁজা, রাজ্যের যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সায়নদেব চট্টোপাধ্যায়, কলকাতা যুব তৃণমূল কংগ্রেসের আহ্বায়ক তথা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের পুত্র সৌরভ বোস (বাপ্পা), ছাত্রপরিষদ নেতা হিমাদ্রি শেখর ব্যানার্জী, কৌশিক মাজি, ইমন বোস, দেবস্মিতা ঘোষ, প্রাক্তন ফুটবলার প্রতাপ ঘোষ, ফুটবলার শিবেন চক্রবর্তী, ডা: চন্দ্র শেখর মন্ডল, ডা: অমর কুমার মেউর, স্থানীয় বাসিন্দা সিপিএমের প্রাক্তন বিধায়ক শ্যামল নস্কর সহ অনেক বিশিষ্ট মানুষেরা। এনাদের মূল বক্তব্য ছিলো যে রক্তদান একটা মহান এবং পুণ্যের কাজ, যে রক্ত মানুষকে নতুন জীবন দেয় এবং রামের রক্তের প্রয়োজনে রহিম রক্ত দেয় আবার রহিমের প্রয়োজনে রাম, রক্তের মাধ্যমে মানুষের ভেদাভেদ মুছে দেয় এবং সাম্প্রদায়িকতা দূর করে। এখানে ৫৫ থেকে ৬০ জনের মতো রক্ত দান করেন।
Be the first to comment