রঞ্জন গগৈয়ের পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হচ্ছেন বোবদে

Spread the love

সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হতে চলেছেন এসএ বোবদে। তাঁর নাম সুপারিশ করে ইতিমধ্যেই কেন্দ্রীয় আইন মন্ত্রকে চিঠি দিয়েছেন ৪৬তম প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। ১৭ নভেম্বর তাঁর কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে। গত বছর ৩ অক্টোবর প্রধান বিচারপতি পদে শপথ নেন রঞ্জন গগৈ। রঞ্জন গগৈয়ের পরে বিচারপতি বোবদেই এখন সবচেয়ে বরিষ্ঠ বিচারপতি। সেই হিসাবেই তাঁর নাম সুপারিশ করেছেন গগৈ। নিয়ম অনুযায়ী, গগৈয়ের সুপারিশপত্র প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়ে দেবে আইনমন্ত্রক। প্রধানমন্ত্রীর পরামর্শ মেনে পরবর্তী প্রধান বিচারপতি নিয়োগ করবেন রাষ্ট্রপতি।

১৮ মার্চ দেশের প্রধান বিচারপতি হিসাবে শপথ নেবেন বিচারপতি বোবদে, তাঁর কার্যকালের মেয়াদ হবে ১৮ মাস।  প্রধান বিচারপতি পদে রঞ্জন গগৈ কাজ করবেন সাড়ে ১৩ মাস।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*