কোরোনা সংক্রমণ প্রতিরোধে আরও তৎপর হল কলকাতা পৌরনিগম । এখনও পর্যন্ত কলকাতায় ২০ টি ফগিং মেশিন দিয়ে জীবানুনাশক স্প্রে করা হচ্ছে। চলতি সপ্তাহে আরও ১০০ টি ফগিং মেশিন আনা হচ্ছে কলকাতা পৌরনিগমে।
কলকাতার রাজপথ ও গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতালগুলোতে ইতিমধ্যে স্প্রে করা হচ্ছে এই ফগিং মেশিনের মাধ্যমে। বৃহস্পতিবার থেকে বেশি করে জীবাণুনাশক ছড়ানো হবে বলে জানালেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন, “কলকাতায় বহু সরু গলি, ঘিঞ্জি বস্তি এলাকা রয়েছে। সেখানে জীবাণুনাশক ছড়ানো হবে। সংক্রমণ রুখতে এই পদক্ষেপ করা হয়েছে।”
ফিরহাদ হাকিম আরও জানিয়েছেন, কয়েকদিন আগেই ফগিং মেশিনগুলির কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল । ইতিমধ্যে তা কেনার প্রক্রিয়া শেষ হয়েছে । মেশিনগুলি কলকাতা পৌরনিগমে আগামী বুধবারের মধ্যে এসে পৌঁছাবে । তারপর শুরু হবে জীবাণুমুক্তকরণ।
Be the first to comment