ভারতের ৪৭ তম প্রধান বিচারপতি পদে শপথ নিলেন শরদ অরবিন্দ বোবদে। সোমবার রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এস এ বোবদকে শপথবাক্য পাঠ করান। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷
সুপ্রিম কোর্টের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ১৮ অক্টোবর প্রধান বিচারপতি হিসেবে এস এ বোবদের নাম সুপারিশ করেন। তাঁর পরই শীর্ষ আদালতের সবচেয়ে সিনিয়র বিচারপতি হওয়ায় এস এ বোবদের নাম সুপারিশ করেন তিনি ৷ রবিবার প্রধান বিচারপতি হিসেবে অবসর নিয়েছেন গগৈ ৷
১৯৫৬ সালের ২৪ এপ্রিল নাগপুরে জন্ম শরদ অরবিন্দ বোবদের। নাগপুর বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতক ও আইনের ডিগ্রি অর্জন করেন। ১৯৭৮ সালে মহারাষ্ট্রের বার কাউন্সিলে তাঁর নাম নথিভুক্ত হয়। ১৯৯৮ সালে তিনি সিনিয়র অ্যাডভোকেট হিসেবে কাজ শুরু করেন।
২০০০-এর ২৯ মার্চ বিচারক হিসেবে বোবদে নিজের কেরিয়ার শুরু করেন। এই সময়ে বম্বে হাইকোর্টের অতিরিক্ত বিচারকের পদে তাঁকে নিযুক্ত করা হয়। ২০১২-এর ১৬ অক্টোবর তিনি মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি পদে উন্নীত হন। ২০১৩ সালের ১২ এপ্রিল সুপ্রিম কোর্টের বিচারপতি পদে নিযুক্ত হন এস এ বোবদে। অযোধ্যার বিতর্কিত জমি মামলার শুনানি যে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে চলছিল তারও অংশ ছিলেন তিনি। ১৮ মাস প্রধান বিচারপতি হিসেবে কাজ করবেন। ২০২১-এর ২৩ এপ্রিল তাঁর কার্যকালের মেয়াদ শেষ হবে।
দেখুন!
Be the first to comment