বছরশেষে

Spread the love

আর্যতীর্থ:

বছরখানা শেষের মুখে একটাই দিন যেতে বাকি,

পাওনা দেনার জাব্দাখাতার হিসেব খুলে দেখবে নাকি?

কিছুটা প্রেম, কিছু আশা,ফাঁকফোকড়ের মনবেসাতি,

দুঃখযাপন, কষ্টচাপন, রাগ অভিমান নেহাত পাতি,

মোটের ওপর, যে সব কথা ডাইরী ভরে যায় না লেখা,

সময়বুড়োর নানান নাটক মঞ্চ জুড়ে দাপিয়ে একা,

সে সব নিয়ে, বন্ধু তোমার গোটা বছর কেমন গেলো?

স্লেট মুছে নাও, দুয়ারে ওই নতুন বছর আবার এলো।

এমনি করে বছররা সব বয়েস নিয়ে পার হয়ে যায়,

আয়ুর থেকে টুপুশ করে একটা করে সাল ক্ষয়ে যায়

কার যে কবে দাঁড়ি টানা, সেই কথাটা জীবন জানে

একটা বছর পার করেছো, বছরশেষের এটাই মানে।

আমরা সবাই ভাবছি বসে, হাতে বুঝি অনন্তকাল

কালকে ফটোয় ঝুলবে মালা, তেমন হলে মন্দ কপাল

বছরশেষে সবই ফাঁকি রোজনামচার হিসেবনিকেশ,

সুখের খোপে দুখের খোপে কানাকড়ির ইতরবিশেষ

তাই বলি কি, দিন গুনে যাও, বছর গুনে কি আর হবে,

একেকটা দিন নাও বেঁচে নাও তীব্র বাঁচার অনুভবে।

তোমার যেসব ইচ্ছেগুলো হারিয়ে আছে কাজের ফাঁকে

প্রতিদিনের হাতখরচের রেজকি কিছু দাওনা তাকে।

বহুবারের প্ল্যানের পরেও যে জায়গাটায় হয়নি যাওয়া

হুট করে যাও বিনা প্ল্যানে রুটিন থেকে হঠাৎ হাওয়া।

সুখ খুঁজে নাও আশেপাশে, দুঃখ চেপে বুকপকেটে

সময় নষ্ট না হয় যেন ফালতু মনের কাদা ঘেঁটে।

আজের জন্য বেঁচে থাকো, কালকে আবার কে দেখেছে

আসছে বছরশেষে বোলো, বছরখানা ভালোই গেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*