নদীয়ায় এক নিখোঁজ মহিলার দেহ উদ্ধার হলো এলাকারই আমবাগানে..ধৃত এক ব্যক্তি

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- গত ১৭ তারিখ সোমবার থেকে পাওয়া যাচ্ছিল না নদীয়ার মধ্যবয়সী নমিতাকে। মোবাইল ফোনেও যোগাযোগ সম্ভব হয়নি। মঙ্গলবারও তাঁর খোঁজ পাওয়া যায়নি। পরিবারের লোকজন থানায় অভিযোগ দায়ের করেন।

শেষমেষ এলাকারই আমবাগান থেকে পাওয়া গেল নিখোঁজ ওই গৃহবধূর মৃতদেহ। ঘটনায় এখনও অবধি এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার গাংনাপুর থানা এলাকায়।

জেরায় ওই ধৃত ব্যক্তি জানায়, মহিলাকে অপহরণ করা হয়েছিল। পরে তাঁকে খুন করা হয়েছে। তারপরই পুলিশ গাংনাপুরের বিবেকানন্দ পল্লি এলাকার একটি আমবাগানে হানা দেয়। সেখানেই ওই মহিলার মৃতদেহ পড়েছিল। তাঁকে খুন করা হয়েছে। সেটি প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ। কিন্তু কেন তাঁকে অপহরণ করা হয়েছিল? কারা অপহরণ করেছিল? খুনই বা কেন করা হল? সেসব প্রশ্ন উঠতে শুরু করেছে। পরে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
ওই মহিলা কি পরকীয়া কোনও সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন? নাকি পরিবারের কোনও সদস্য ঘটনার সঙ্গে জড়িয়ে? সব কিছুই খতিয়ে দেখছে পুলিশ। আজ বুধবার ভোর চারটে নাগাদ মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠানো হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*