কুড়ি দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। খোঁজ করতে দিনরাত এক করে দিয়েছিলেন বাড়ির লোকজন। অবশেষে তাঁর মৃতদেহ পাওয়া গেল শহরেরই এক খাল থেকে।
ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের লেস্টার সিটি শহরে। লেস্টার সিটি পুলিশ সূত্রে খবর, বছর ৪৮’এর ভারতীয় পরেশ পটেল ১২ বছর ধরে এই শহরের বাসিন্দা। ১০ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন তিনি। পুলিশে অভিযোগ জানিয়েছিলেন তাঁর স্ত্রী কল্পনা। পুলিশ তদন্ত করতে গিয়ে জানতে পারে ১০ নভেম্বর শেষবারের মতো লেস্টার সিটির বেলগ্রেভ রোডে দেখা গেছিল পরেশকে। তারপর থেকেই নিখোঁজ তিনি।
তাঁর খোঁজ করার জন্য দিনরাত এক করে দিয়েছিলেন পরিবারের লোকজন। তিনি বাড়ি ফিরে আসুন, এই মর্মে সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা দিয়েছিলেন স্ত্রী কল্পনা। তাঁর দুই ছেলে ১২ বছরের কিয়ান ও ৯ বছরের হর্শল রাস্তায় রাস্তায় ‘বাবা ফিরে এসো’, লেখা ব্যানার নিয়ে ঘুরেছে। এই কাজে তাঁরা পাশে পেয়েছিলেন এলাকার বাসিন্দাদের। এলাকায় বসবাসকারী ভারতীয়রাও পরেশ পটেলের খোঁজ চালিয়েছিলেন। এমনকী পুলিশও গোটা শহর জুড়ে তাঁর নাম ও ছবিসহ লিফলেট বিলি করেছিল।
অবশেষে শনিবার লেস্টার সিটি পুলিশ খবর পায় শহরেরই এক খালে এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখা গেছে। সেখানে গিয়ে পুলিশ দেখেন ওই দেহ পরেশ পটেলের। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বাড়ির লোককে।
তবে কি খুন?
সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে খোদ পুলিশ। লেস্টার সিটি পুলিশের তরফে জানানো হয়েছে, ” মৃত ব্যক্তিকে ৪৮ বছরের পরেশ পটেল হিসেবে শনাক্ত করা হয়েছে। দেহটিকে ময়নাতদন্তর জন্য পাঠানো হয়েছে। আরও কিছু পরীক্ষা করে দেখা হবে। তবে প্রাথমিক অনুমান, এই মৃত্যুর পিছনে অস্বাভাবিক কোনও কারণ নেই। জলে ডুবেই মৃত্যু হয়েছে তাঁর।”
পুলিশের এই বিবৃতির পর পরেশের পরিবারের তরফেও এক বিবৃতি দেওয়া হয়। সেখানে বলা হয়, ” অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের খুব কাছের পরেশ আর নেই। কিন্তু পরেশকে খোঁজার জন্য সবাই যেভাবে এগিয়ে এসেছেন, নিজেদের সময় দিয়েছেন, তাঁদের প্রত্যেককে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। ”
কিন্তু কীভাবে পরেশের মৃত্যু হলো তা খতিয়ে দেখা হবে বলেই জানিয়েছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই অনেকটা পরিষ্কার হয়ে যাবে বলে জানিয়েছে পুলিশ।
Be the first to comment