অবশেষে এল জয়। সমকামী প্রেমে বৈধতা দিল দেশের শীর্ষ আদালত। এ বার থেকে যে কেউই জোর গলায় বলতে পারবেন ‘আই অ্যাম হোয়াট আই অ্যাম’।
অনেকদিন ধরেই চলছিল টানাপোড়েন। কোন পক্ষে রায় যাবে তাই নিয়ে চলছিল চাপানউতোর। শেষ পর্যন্ত জয় হলো সমকামী সম্প্রদায়ের। রায় গেল তাদের পক্ষেই।
তবে এই রায়ে শুধু সমকামীরাই নন খুশি হয়েছে বলিউডও। বহু অভিনেতা-অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন তাঁদের আনন্দের কথা। বৃহস্পতিবার রায় ঘোষণার পরেই টুইট করেন পরিচালক করণ জোহর। করণ লিখেছেন, “ঐতিহাসিক রায়। খুব গর্বিত। সমকামী সম্পর্ক এখন আর অপরাধ নয়। মনুষ্যত্ব এবং সমান অধিকারের লড়াইয়ের জয় হলো। দেশ আবার তার অক্সিজেন ফিরে পেল আজ।“
তবে কেবল করণ নয় টুইট করেছেন আর অনেকেই। বরুণ ধাওয়ান লিখেছেন, “১৮৬০ সালের একটি রায় আজ বাতিল হলো। গোটা জাতির জন্য এটা গর্বের দিন।“ টুইট করেছেন অর্জুন কাপুরও। লিখেছেন, “হাওয়ায় উড়ে গিয়েছে #সেকশন ৩৭৭। দেখে ভালো লাগছে যে আমাদের প্রজন্মে এখনও এমন অনেক মানুষ রয়েছেন যাঁরা আইনি সিদ্ধান্ত গ্রহণে সংবেদনশীল।“
Be the first to comment