অলিম্পিক ট্র্যাকে গতির ঝড় তোলা আর গোল্ড মেডেল জয়কে একরকম নিয়মই বানিয়ে ফেলেছিলেন উসাইন বোল্ট। আটটি স্বর্ণপদক নিয়ে অলিম্পিক ক্যারিয়ারে ইতি টেনেছেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপে জিতেছেন রেকর্ড সর্বোচ্চ ১১টি স্বর্ণপদক। তবুও বোল্টের খানিকটা আক্ষেপ ছিল নিজেকে নিয়ে। আক্ষেপের কারণটা অবশ্য ফুটবল খেলতে না পারার। বহুবার প্রকাশ্যে ফুটবল খেলায় ক্যারিয়ার গড়ার ইচ্ছা জানিয়েছেন জ্যামাইকান এই দৌড়বিদ। প্রিয় ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি গায়ে ফুটবল দাপিয়ে বেড়ানোটা তার অনেকদিনের স্বপ্ন, বলেছেন সেটাও। অবশেষে তার পেশাদার ফুটবলার হওয়ার ইচ্ছা পূরণ হচ্ছে। কথাটা জানিয়েছেন বোল্ট স্বয়ং। এক টুইটে এই বোল্ট জানান, একটি ফুটবল ক্লাবে নাম লিখিয়েছেন তিনি। তবে ক্লাবের নাম জানতে ভক্তদের মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন।
নিজের ফুটবল দক্ষতার ওপর বরাবরই বেশ আস্থা বোল্ট-এর। খুব দ্রুত দৌড়াতে পারেন বলে বিপক্ষ দলকে কাবু করতে ভালোভাবেই সক্ষম হবেন বলে মনে করেন তিনি। কিন্তু ৩১ বছর বয়সে ফুটবল ক্যারিয়ার শুরু করে সেটা কি সম্ভব? এখনই এর জবাব দেওয়াটা বেশ কঠিন।
ফাইল ছবি
Be the first to comment