বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে জখম হল তিন স্কুল ছাত্র। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার কালীনগর এলাকার ঘটনা। সোমবার প্রথমে তাদের বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
কালীনগর এলাকায় একটি পরিত্যক্ত আবাসন দুষ্কৃতীদের আখড়ায় পরিণত হয়েছে। সোমবার দুপুরে সেখান থেকে বিস্ফোরণের আওয়াজ পান গ্রামের বাসিন্দারা। সেখানে গিয়ে তিন স্কুলছাত্রকে তাঁরা রক্তাক্ত অবস্থায় দেখতে পান। জানা গিয়েছে, তিনজনই স্থানীয় আটঘরা কালীকৃষ্ণ বিদ্যাপীঠ হাই স্কুলের নবম শ্রেণির ছাত্র। তাদের নাম মানব সর্দার, রাজ শেখ ও রাজেশ সর্দার। তাদের বাড়ি মাঝেরহাট ও ঈশান চন্দ্রপুর এলাকায়।
বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে যায় বারুইপুর থানার পুলিশ। এছাড়া যান SDPO অভিষেক মজুমদার। আজ বিস্ফোরণস্থল পরিদর্শনে যায় ফরেনসিক টিম ও CID বোম্ব স্কোয়্যাড। রাতে ওই আবাসনে পুলিশি পাহারার ব্যবস্থা করা হয়েছে বলে জানান SDPO। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।
Be the first to comment