পঞ্জাবের প্রাক্তন মন্ত্রী মনোরঞ্জন কালিয়ার বাসভবনের বাইরে বোমা বিস্ফোরণ

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- পঞ্জাবের প্রাক্তন মন্ত্রী এবং বিজেপি নেতা মনোরঞ্জন কালিয়ার বাসভবনের বাইরে বোমা বিস্ফোরণ। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে পঞ্জাবের জলন্ধরে। হামলার সময় মনোরঞ্জন বাড়ির ভেতরেই ছিলেন। তবে তাঁর বা পরিবারের কারোর কোনও ক্ষতি হয়নি।
সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এদিন গভীর রাত ১টা নাগাদ প্রাক্তন মন্ত্রীর বাসভবনের গেটের সামনে বিস্ফোরণটি ঘটে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, গ্রেনেড জাতীয় কোনও বিস্ফোরকই ছোড়া হয়েছিল। খবর পেয়েই ফরেনসিক দল সহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, একটি ই-রিকশায় করে এসেছিল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। এরপর বোমা ছোড়ার পর ই-রিকশায় করেই ঘটনাস্থল থেকে পালায় তারা।
বিজেপির ওই বর্ষীয়ান নেতা সংবাদমাধ্যমকে জানান, ‘বিস্ফোরণের শব্দে আমার ঘুম ভেঙে গিয়েছিল। আমি প্রথমে ভেবেছিলেন হয়তো ট্রান্সফরমার বিস্ফোরণ এটি। তারপর ভাবলাম বজ্রপাতের শব্দও হতে পারে। কিন্তু তারপর আমাকে জানানো হল বাড়ির বাইরে বিস্ফোরণ হয়েছে। এরপরেই তড়িঘড়ি নিজের দেহরক্ষীকে থানায় পাঠালাম। পুলিশ তদন্ত শুরু করেছে। ফরেন্সিক বিশেষজ্ঞরাও এসেছেন।’
জলন্ধরের পুলিশ কমিশনার ধনপ্রীত কৌর বলেন, ‘রাতের দিকে পুলিশ কন্ট্রোল রুমে খবর আসে যে প্রাক্তন মন্ত্রী মনোরঞ্জন কালিয়ার বাসভবনের সামনে বিস্ফোরণ ঘটেছে। এরপর তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে পুলিশের একটি দল। পৌঁছায় ফরেন্সিক দলও। এফআইআর দায়ের করে গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আমরা সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছি।’
তবে, এটি গ্রেনেড হামলা কিনা তা নিশ্চিত করার চেষ্টা করছে পুলিশ। কে বা কারা ওই হামলা চালাল, তা এখনও স্পষ্ট নয়। সিসিটিভি ফুটেজ দেখে সন্দেহভাজন ব্যক্তিকে খোঁজার চেষ্টা চলছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*