তুষার ঝড় অব্যহত, আমেরিকার জীবনযাত্রা বিপর্যস্ত, মৃত ১৬

Spread the love

প্রবল তুষার ঝড়ে আমেরিকার পূর্ব উপকূলীয় রাজ্যগুলোর জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। অন্তত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিউ ইয়র্ক এবং নিউজার্সিসহ বিভিন্ন রাজ্যের চার হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।
নতুন বছরের শুরু থেকেই হাড় কাঁপানো ঠান্ডার আরম্ভ হয়। বৃহস্পতিবার ভোর থেকে অবস্থার আরও অবনতি ঘটে। তাপমাত্রা হিমাঙ্কের নীচে নেমে যাওয়ার সাথে যোগ হয় ৫০ থেকে ৬০ মাইল বেগে প্রবাহিত তুষার ঝড়, স্থানীয়ভাষায় যাকে বলা হচ্ছে ‘বোমা সাইক্লোন’। ভারী তুষারপাতের কারণে নিউইয়র্কে জরুরি অবস্থা জারি করা হয়েছে। পাশাপাশি পাবলিক স্কুলগুলোও বন্ধের ঘোষণা করেছে প্রশাসন।
গত সপ্তাহ থেকেই নিউইয়র্কসহ আমেরিকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোয় শীতের প্রকোপ বাড়তে থাকে। জমতে শুরু করে বরফ। ২ জানুয়ারি থেকেই তুষারঝড়ের সতর্কতা দিচ্ছিল। জরুরি অবস্থা জারি করা হয়েছে জর্জিয়া, ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়াসহ বেশ কয়েকটি রাজ্যে। ফ্লোরিডাসহ বহু এলাকায় স্কুল-কলেজ, অফিস-আদালত বন্ধ ঘোষণা করা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বের না হওয়ার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সূত্র থেকে প্রাপ্ত

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*