টিটাগড়ে ব্যাপক বোমাবাজি, রেহাই পেল না শিশুও

Spread the love

প্রতীকী ছবি

ষষ্ঠ দফা নির্বাচনে উতপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার টিটাগড়। বেলা গড়াই এলাকায় ব্যাপক বোমাবাজির অভিযোগ উঠল। রেহাই পেল না দুধের শিশুও। ঘটনায় গুরুতর জখম হয়েছে এক শিশু। আরও পাঁচ জন ব্যাক্তির আহত হওয়ার খবর মিলেছে। আহতদের সকলকেই বিএন বোস হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযোগ উঠেছে, ব্যারাকপুর বিধানসভার টাটা গেটের কাছে বিজেপির কর্মী-সমর্থকদের লক্ষ্য করে ব্যাপক বোমাবাজি করা হয়েছে। অভিযোগের তির তৃণমূলের দিকে। খড়দা থানা এলাকায় টিটাগর পৌরসভার চার নম্বর জলের ট্যাঙ্ক এবং কুড়ি নম্বর ওয়ার্ডে বোমাবাজি করা হয় বলে অভিযোগ।

এদিকে, ভোট শুরু হতে না হতেই ভোটের ফল জানিয়ে দেন ব্যারাকপুরে তৃণমূলের তারকা প্রার্থী রাজ চক্রবর্তী। ষষ্ঠ দফার ভোটের শুরুতেই ফিল্মি কায়দায় পরিচালক রাজ বললেন, ‘আজকের সিনেমা হিট করে গিয়েছে।’ সেই সঙ্গে কত লিডে জিতবেন তিনি, সে ব্যাপারেও সোজাসাপটা জবাব দিলেন রাজ। এ নিয়ে আত্মবিশ্বাসের সুরে পরিচালক বললেন, ‘৩০-৩৫ হাজার লিড পাব।’

এদিন সংবাদমাধ্যমে রাজ বলেন, ‘জেতার ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী। ব্যারাকপুরের দলীর কর্মীরা অনেক খেটেছেন। দিদি, অভিষেক অনেক সাপোর্ট করেছেন। দিনের শেষে আমরা হাসব।’ এরপরই ফিল্মি কায়দায় রাজ বলেন, ‘আজকের সিনেমা হিট করে গিয়েছে। কিছু কিছু সিনেমার ট্রেলার দেখেই বোঝা যায়, সেই সিনেমা হিট হবে কিনা। ভোটের প্রচারে মানুষের যে আশীর্বাদ পেয়েছি, তাতে হাসব। ৩০-৩৫ হাজার ভোটে লিড পাব।’ রাজ আরও বলেন, ‘রাজনীতিতে একেবারে নতুন। কঠিন ছিল, কষ্টের ছিল।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*