আন্তর্জাতিক সম্পর্কের ‘বন্ধন’, বন্ধন এক্সপ্রেসের শুভ সূচনা হবে বৃহস্পতিবার ৯ই নভেম্বর ২০১৭। এই ঐতিহাসিক মুহুর্তে ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শেখ হাসিনা এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় পতাকা তুলে যাত্রার আনুষ্ঠানিক শুভ সূচনা করবনে। বলা বাহুল্য ভারত-বাংলাদেশ দুই দেশেরই বন্ধন আরও সুদৃঢ় হবে। দু দেশের মধ্যে আগে চলত মৈত্রী এক্সপ্রেস, কিন্তু সেটি কলকাতা- ঢাকা ট্রেন চলাচল। এবারে কোলকাতা থকে খুলনা চলবে ট্রেন, যার নাম বন্ধন এক্সপ্রেস। বৃহষ্পতিবার, সকাল ১০টা ৪৫ মিনিটে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পতাকা তুলে ইতিহাসের পাতায় নতুন অধ্যায়ের সূচনা হবে। চিৎপুর তথা কলকাতা স্টেশনে এদিন সাংসদ সুদীপ ব্যানার্জী, বিধায়ক মালা সাহা এই ঐতিহাসিক মুহুর্তে সাক্ষী হতে থাকবেন। বলা ভালো আগে ছিল ‘মৈত্রী’এবার জোরালো হল ‘বন্ধন’।
Be the first to comment