বনগাঁ ও আসানসোল উপনির্বাচনে বিজেপিকে হারিয়ে সহজ জয় তৃণমূলের

Spread the love

বনগাঁ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে ব্যাপক ভোটে জয়লাভ করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী পাপাই রাহা। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী অরূপকুমার পালকে ২,১১৮ ভোটে পরাজিত করেছেন তিনি। যদিও আজকের এই গণনায় অংশগ্রহণ করেননি বিরোধী তিন দলের কোনও প্রতিনিধি। বিরোধীরা অভিযোগ শাসকদল ২১ অগাস্ট সকাল থেকে ভোট লুট করেছে, তাই তারা গণনায় অংশগ্রহণ করেননি বলে অভিযোগ। তবে তৃণমূলের দাবি, হেরে যাবে জেনে গণনায় অংশগ্রহণ করেনি বিজেপি।

গত রবিবার বনগাঁ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিরোধী তিন দল সিপিআইএম, বিজেপি ও জাতীয় কংগ্রেস অভিযোগ তুলেছিলেন ভোট লুটের। তারা অভিযোগ করেছিল, তাদের কর্মী সমার্থক ও বুথ এজেন্টদের মারধর করে বের করে দিয়েছে তৃণমূল। এই অভিযোগে রাস্তায় নেমে পথ অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিল বিরোধীরা। ভোট শেষে তৃণমূল দাবি করেছিল শান্তিপূর্ণ ভোট হয়েছে এবং তারা ব্যাপক ভোটে জয়লাভ করবেন। তাদের প্রত্যাশামতো গণনা শেষে দেখা গিয়েছে তৃণমূল প্রার্থী পাপাই রাহা ২,৮৪২ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী অরূপকুমার পালকে ২,১১৮ ভোটে পরাজিত করেছেন।

উপর্নিবাচনে বিজেপি প্রার্থী অরূপকুমার পাল ৭২৪ ভোট, সিপিআইএম প্রার্থী ধৃতিমান পাল ৩৩২ ভোট ও জাতীয় কংগ্রেস প্রভাস পাল ৫২ ভোট পেয়েছেন। জয়ের পর উচ্ছ্বসিত তৃণমূল কর্মী সমর্থকেরা গণনা কেন্দ্রের বাইরে ব্যান্ড বাজিয়ে সবুজ আবির খেলায় মেতে ওঠেন। এ দিনের এই জয় নিয়ে তৃণমূল প্রার্থী পাপাই রাহা বলেন, এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে আমাদের ভোট বেড়েছে। আগামীদিনে ওয়ার্ডের উন্নয়ন করাই আমার লক্ষ্য।

অন্যদিকে, আসানসোল পুরনিগমের উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে পুনরায় মেয়র হলেন তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায়৷ এই জয়কে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয় বলেই দাবি করেছেন তিনি৷

গত ২১ অগস্ট আসানসোল পৌরনিগমের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। বুধবার ছিল ভোটগণনা ৷ তবে এদিন শুরু থেকেই ছবিটা স্পষ্ট হয়ে উঠছিল। আর গণনার শেষে প্রত্যাশিত ভাবেই জয় এল তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায়ের ঝুলিতে৷ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএমের সুভাশিস মণ্ডলকে ৫ হাজার ৪৭৭ ভোটে পরাজিত করেছেন তিনি। শুভাশিস মণ্ডল পেয়েছেন ১২০৬টি ভোট। আসানসোল পুর উপনির্বাচনে মোট ভোট পড়েছিল ৮৪৫৭টি । বিজেপি তৃতীয় স্থানে চলে গিয়েছে এই নির্বাচনে। বিজেপি প্রার্থী শ্রীদীপ চক্রবর্তী ৪৮৫টি ভোট পেয়েছেন। আর কংগ্রেস প্রার্থী সোমনাথ চট্টোপাধ্যায় মাত্র ৮৩টি ভোট পেয়েছেন।

জয়ের পর প্রথম প্রতিক্রিয়া দিতে গিয়ে বিধান উপাধ্যায় জানিয়েছেন, এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয়। এই জয়ের জন্য জামুড়িয়াবাসীকে অশেষ ধন্যবাদ৷ উন্নয়নের জন্যই এই বিপুল জয় সম্ভব হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*