বনগাঁ পৌরসভায় ৭২ ঘণ্টার মধ্যে অনাস্থা আনার প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। আর সেই নির্দেশ মেনেই বনগাঁ পৌরসভার বোর্ড গঠন নিয়ে গতকাল আস্থা ভোটের দিন ঠিক হয়। জানা গিয়েছে, মঙ্গলবার পৌরসভার অধিবেশন কক্ষেই হবে এই আস্থা ভোট। উল্লেখ্য, মাসখানেক আগে বনগাঁ পৌরসভার চেয়ারম্যান শংকর আঢ্যর বিরুদ্ধে অনাস্থার আবেদন জানিয়েছিলেন ১৪ জন কাউন্সিলর। মহকুমা শাসকের কাছেই তাঁরা আবেদন করেছিলেন। স্থানীয় প্রশাসন এই বিষয়ে পদক্ষেপ না করায় তৈরি হয়েছিল অচলাবস্থা। শেষে ওই ১৪ জন কাউন্সিলরদের মধ্যে ১২ জন দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগদান করেন। তারপরই আস্থা ভোট চেয়ে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের কাছে আবেদন করা হয়।
কাউন্সিলর মনতোষ নাথ বলেন, সাতদিন পেরিয়ে যাওয়ার পর আমরা হাইকোর্টে যাই। হাইকোর্টের নির্দেশের পর গতকাল বৈঠক হয়। সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার আস্থা ভোটের দিন ঠিক করা হয়। দিন ঠিক হওয়ার পরই ভোট নিয়ে পৌরসভার কাউন্সিলর, বনগাঁ মহকুমা শাসক ও প্রশাসনের কাছে চিঠি পাঠানো হয়েছে। যদিও চিঠি পাননি বলে দাবি পৌরসভার চেয়ারম্যান শংকর আঢ্যর। তিনি বলেন, এখনও চিঠি পাইনি। চিঠি দেওয়ার ক্ষেত্রে পৌরসভার আইন মানা হয়নি। আমি দলকে জানিয়েছি। দল এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
Be the first to comment