বনগাঁ পৌরসভায় অনাস্থা ভোটে জয়ী তৃণমূল কংগ্রেস ৷ বিরোধীরা অনাস্থা প্রস্তাব ডেকেছিল ৷ হাইকোর্টের নির্দেশে বৃহস্পতিবার জেলাশাসকের অফিসে অনাস্থা ভোট হয় ৷ জেলশাসক চৈতালি চক্রবর্তী এই ভোটের ফলাফল ঘোষণা করে জানান, ১৪-০ শূন্য ভোটে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস ৷
এ দিন বারাসতে জেলাশাসকের দফতরে হয় বনগাঁ পুরসভার আস্থাভোট ৷ বিজেপির কোনও কাউন্সিলর এ দিনের ভোটে উপস্থিত না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৪-০ ভোটে জিতে পুরসভাটি ফের দখলে নিচ্ছে তৃণমূল ৷ আস্থাভোট অনৈতিক ভাবে হচ্ছে দাবি করে আদালতের হস্তক্ষেপ চেয়েছে বিজেপি ৷ অভিযোগ লিখিত আকারে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। ২২ আসনের পুরসভায় অংশ নেন ১৩ জন তৃণমূল কাউন্সিলর৷ তৃণমূলকে সমর্থন জানিয়েছেন এক কংগ্রেস কাউন্সিলরও। ফলে ১৪ জন কাউন্সিলর নিয়ে এগিয়ে যায় তৃণমূল কংগ্রেস ৷ আস্থা ভোটে নেই একজন সিপিআইএম কাউন্সিলর ৷
এদিকে বারাসতের জেলাশাসকের দফতরে আস্থাভোটে কোনও রকম অশান্তি রুখতে পুলিশ ও র্যাফ মোতায়েন করা হয় গোটা এলাকায় ৷ তৈরি রাখা হয় জল কামানও।
Be the first to comment