প্রশান্ত সেন-
প্রথম বিবাহবার্ষিকীতে সুনন্দ আর ব্রততী নিউমার্কেট থেকে একটা বনসাইয়ের চারা কিনে আনে। সাজিয়ে রাখে তাদের সদ্য কেনা ফ্ল্যাটের ড্রইংরুমে। অতিথি-বান্ধবেরা যে-ই আসে চোখ এড়ায় না কারোর। প্রশংসার দু-এক কথা খরচ না করে চলে যায় না কেউ-ই।
যত্নে-লালনে-পরিচর্যায় বনসাইটি যেন আরো উত্তরোত্তর সুন্দর হতে থাকে।
বিবাহের দ্বিতীয় বার্ষিকী। বনসাইটি তখন পূর্ণ যুবতী।
তৃতীয় বার্ষিকীতে বনসাইয়ের পাতায় লাগে বিষাদ বসন্ত। গতিশীল সময়ের সাথে তাল মেলাতে গিয়ে সুনন্দ কিংবা ব্রততী কেউই আর তেমন যত্ন নিতে পারে না বনসাইটির।
বিবাহের চতুর্থ বার্ষিকী। থুড়ি, বিচ্ছেদের প্রথম রাত। সুনন্দ আর ব্রততী দুজনের দুটি নিজস্ব ফ্ল্যাট। নিজস্ব বসবার ঘর। বনসাইটির খবর আর রাখে না
Be the first to comment