অংশুমান চক্রবর্তী
শীত মানেই বেড়াতে যাওয়া, চড়ুইভাতি, নতুন গুড়, পিঠে পুলি, তেমন শীত মানেই বইমেলা। সেই কথা মাথায় রেখেই পশ্চিমবঙ্গ প্রকাশক সমন্বয় কমিটি আয়োজিত বর্ণপরিচয় ও নেক্সজেন মিডিয়া নিবেদিত ‘কলকাতা বইমেলা ২০২১’-র আসর বসতে চলেছে মধ্য কলকাতার আমহার্সট স্ট্রিট সংলগ্ন হৃষিকেশ পার্কে।
আগামী ২৮ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে এই বইমেলা। প্রতিদিন দুপুর ২টা থেকে সন্ধ্যা ৯টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ খোলা থাকবে বইপ্রেমীদের জন্য। কিছুদিন আগে কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এই বইমেলার লোগোর আনুষ্ঠানিক প্রকাশ হয়। উপস্থিত ছিলেন নাট্যকার অভিনেতা এবং রাজ্যের মন্ত্রী ব্রাত্য বাসু, প্রকাশক শঙ্কর মন্ডল, বিশিষ্ট আইনজীবী সুচরিতা বসু, দেবসাহিত্য কুটীরের ডিরেক্টর রূপা মজুমদার, মিত্র ও ঘোষ এর কর্ণধার ইন্দ্রানী রায় প্রমুখ।
বইমেলার আহ্বায়ক রূপা মজুমদার বলেন, বইপাড়ার কয়েকটি বিখ্যাত প্রকাশন সংস্থা এই বইমেলায় অংশ নেবে। থাকবে লিটল ম্যাগাজিনও। প্রতিদিন আয়োজিত হবে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান। পাঠকরা এই বইমেলায় এসে প্রাণ ভরে নতুন বইয়ের সুবাস নিতে পারবেন। কিনতে পারবেন পছন্দের বই। সবাইকে স্বাগত জানাই।
Be the first to comment