নিজস্ব প্রতিনিধি,
গত ২০ সেপ্টেম্বর, শুক্রবার, কলকাতার পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির জীবনানন্দ সভাঘরে হাওড়া থেকে প্রকাশিত ‘ছোটর দাবি’ পত্রিকার ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হল এক বিশেষ অনুষ্ঠান। প্রকাশিত হয় ছোটর দাবি পত্রিকার শারদ উৎসব সংখ্যা ২০১৯। স্বাগত ভাষণ প্রদান করেন ছোটর দাবি-র সম্পাদক কবি অশ্রুরঞ্জন চক্রবর্তী।
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষ্ণা বসু, চুমকি চট্টোপাধ্যায়, প্রদীপ আচার্য, দীপ মুখোপাধ্যায়, কল্লোল দত্ত, দিলীপকুমার বাগ, কৃষ্ণপদ দাস প্রমুখ। কবিতা-ছড়া পাঠ, আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন মণিশংকর রায়, প্রদীপকুমার চক্রবর্তী, গৌতমকুমার দে, লিপি চক্রবর্তী, স্বাগতা পাল, মহুয়া দাস, অরুণা ধর, সুব্রত ভট্টাচার্য, পিনাকী রায়, সৌরভ চন্দ্র, অমিত গোলুই, তাপস বাগ, মানস চক্রবর্তী, জুলি লাহিড়ী, প্রীতিশেখর, আশিস বন্দ্যোপাধ্যায়, শম্ভু আশ, সুস্মিতা সেনাপতি, অস্মিতা সেনাপতি, জাগরী চক্রবর্তী, সৌম্যজ্যোতি লাহিড়ী, সংগীতা সাধুখাঁ প্রমুখ।
সমবেত আবৃত্তি পরিবেশন করে মুক্তধারা ও তালিমের শিল্পীরা। ব্যবস্থাপনায় ছিলেন অনন্যা চক্রবর্তী। ধন্যবাদ জ্ঞাপন করেন কল্পনা চক্রবর্তী। সঞ্চালনা করেন ছোটর দাবির সহ সম্পাদক অংশুমান চক্রবর্তী। অনুষ্ঠানে দর্শক-শ্রোতার উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
দেখুন ছবি-
Be the first to comment