যে স্কুলের প্রাক্তনী। সেই স্কুলেই প্রকাশ পেল তাঁর নতুন বই। যে বইয়ের পাতায় পাতায় কার্যত নিজের গল্প বলেছেন কুণাল ঘোষ। বিভিন্ন ইস্যুতে তাঁকে প্রতিদিন নানা রাজনৈতিক বিষয়ে বক্তব্য রাখতে শোনা যায়। সেই কুণাল ঘোষের বই এদিন প্রকাশ হল একাধিক মন্ত্রী ও বিশিষ্টদের মাঝে। তার নয়া বইয়ের নাম হল, ‘পথের বাঁকে এসে’।
বৃহস্পতিবার বই প্রকাশ অনুষ্ঠানে কিছুটা আবেগপ্রবণ কুণাল ঘোষ। তিনি বলেন ”ছোট হতে পারি, কিন্তু রাজার মেজাজে থাকব। মৃত সৈনিকের পার্ট আমাকে দিয়ে করানো যাবে না। আমাকে পড়ে যেতে দেখেছেন কয়েকজন। উত্থান গোটা পৃথিবীকে দেখিয়ে ছাড়ব। ঈশ্বর যেন শক্তি দেন। তাঁর কাছে প্রার্থনা এই জোর যেন থাকে।”
অনুষ্ঠানে নারী ও শিশুকল্যাণ এবং শিল্পমন্ত্রী শশী পাঁজা বললেন, ”বাস্তব কঠিন। তার মুখোমুখি হওয়াই কেবল নয়, তা লোকের সামনে তুলে ধরার সাহস যদি কারও হয়, তিনি অবশ্যই কুণালদা।”
Be the first to comment