বুথের সংখ্যা বাড়ছে অনেক, তাই অস্থায়ী বুথ তৈরীতেও তৎপর কমিশন

Spread the love

করোনায় স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদে এ বার বুথের সংখ্যা অনেক বাড়ছে।

পশ্চিমবঙ্গে আগে বুথের সংখ্যা ছিল ৭৮,৯০৩। করোনার জন্য এ বার বেড়ে হবে ১,০১,৭৯০। অর্থাৎ ২২,৮৮৭টি বাড়তি বুথ চাই। কমিশন সূত্রের খবর, বিশেষ করে দুই ২৪ পরগনায় অতিরিক্ত স্থায়ী বুথের পরিকাঠামো পেতে সমস্যা হচ্ছে। ঘূর্ণিঝড় আমপানের ধাক্কায় নষ্ট হয়ে গিয়েছে বহু পরিকাঠামো। তাই অস্থায়ী ভাবে বাঁশের মঞ্চেই ভোটকেন্দ্র তৈরি করতে চাইছে কমিশন।

কর্তাদের হিসেব, অতিরিক্ত ২২,৮৮৭টির অন্তত ১৫% বুথের জন্য অস্থায়ী বুথের বন্দোবস্ত করতে হতে পারে। কিন্তু কমিশনের নির্ধারিত মানদণ্ড অনুযায়ী এক-একটি মঞ্চ হবে ২০ বর্গমিটার। সে-ক্ষেত্রে জায়গার সমস্যা তো রয়েছেই, আছে মঞ্চের উপকরণ জোগাড়ের চিন্তাও।

পোস্টাল ব্যালটের প্রস্তুতিও শুরু করতে হয়েছে কমিশনকে। তাদের হিসেবে ৮০ বছরের ঊর্ধ্বে অন্তত ১১ লক্ষ মানুষ রয়েছেন বাংলায়। শারীরিক ভাবে অক্ষম কমবেশি চার লক্ষ মানুষও এ বার পোস্টাল ব্যালটে ভোট দিতে চাইতে পারেন। তাই গোটা পদ্ধতি এবং ভোটকর্মীর দল গঠনে বাড়তি সময় দিতে হচ্ছে জেলাকর্তাদের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*