ক্যানিং পূর্বে তৃণমূলের বিরুদ্ধে বুথ জ্যামের অভিযোগ

Spread the love

বিক্ষিপ্ত অশান্তির মধ্য চলছে তৃতীয় দফা ভোট ৷ এবার ক্যানিং পূর্বে তৃণমূলের বিরুদ্ধে বুথ জ্যামের অভিযোগ উঠল । অভিযোগ তুললেন ক্যানিং পূর্বের আইএসএফ প্রার্থী ৷
ক্যানিং পূর্বের আইএসএফ প্রার্থী সাহাবুদ্দিন সিরাজির অভিযোগ, ক্যানিং বিধানসভা এলাকার নেতড়া বুথ জ্যাম করে তৃণমূল । ছবি তুলতে গেলে বাধা দেওয়া হয় চিত্র সাংবাদিককেও। অকথ্য ভাষায় সাংবাদিককে গালিগালাজ করা হয় বলেও অভিযোগ। সিআরপিএফ জওয়ানদের সামনেই চলে গোটা ঘটনা ।
সাহাবুদ্দিনের দাবি, ক্যানিং পূর্বের অধিকাংশ বুথ জ্যাম করে ভোট করাচ্ছে তৃণমূল। পুলিশকে জানিয়েও কোনও কাজ হচ্ছে না। এইসঙ্গে একাধিক ভোটারদের ভোটার কার্ড কেড়ে নেওয়ার অভিযোগও তুলেছেন সাহাবুদ্দিন সিরাজি।
মঙ্গলবার তৃতীয় দফায় ভোট হচ্ছে রাজ্যের ৩১ বিধানসভা আসনে৷ এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনার ১৬টি, হাওড়ার ৭টি ও হুগলির ৮টি বিধানসভা আসনে ভাগ্য নির্ধারণ হচ্ছে ২০৫ জন প্রার্থীর৷ এর মধ্যে পুরুষ প্রার্থী ১৯২ জন৷ মহিলা প্রার্থী ১৩ জন৷ ৩ জেলায় ভোটারের সংখ্যা ৭৮ লাখ ৫২ হাজার ৪২৫ জন৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*