বুজিয়ে ফেলা হল ৭০০টি কুয়ো, তীব্র জলসঙ্কটে রাজধানী

Spread the love

বিশেষ প্রতিনিধি,

দিল্লির ৭০০-রও বেশি বেআইনী কুয়ো বুজিয়ে ফেলেছে প্রশাসন৷ ফলে এই তীব্র গরমে পানীয় জলের আকার ধারণ করেছে৷

দিল্লি জল বোর্ডের তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত মোট ৭১৮টি কুয়ো বোজানো হয়েছে৷ তবে গোটা দিল্লি জুড়ে এরকম বেআইনী প্রায় ৫০০০ কুয়ো রয়েছে৷ দ্বারকা, বিকাশপুরী ও জনকপুরীতেই এই ধরণের কুয়োর সংখ্যা বেশি৷ ফলে জলের চাহিদা বেড়েছে এই এলাকাগুলিতেই৷ দিল্লি জল বোর্ডের পক্ষ থেকে এলাকাগুলিতে জলের ট্যাঙ্ক পাঠানো হলেও,তা পর্যাপ্ত নয় বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের৷

জাতীয় পরিবেশ আদালতের নির্দেশেই এই কাজ করা হয়েছে বলে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে৷ জানুয়ারি মাসে এই বেআইনী কুয়োগুলি বুজিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত৷ মে মাস পর্যন্ত মোট ৭০০টি কুয়ো বুজিয়ে ফেলা হয়েছে বলে খবর৷ এতেই জলের আকাল দেখা দিয়েছে রাজধানী জুড়ে৷ অভিযোগও আসছে ভুরি ভুরি৷

জাতীয় পরিবেশ আদালত তিন মাসের মধ্যে এই কাজ সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছিল বলে জানালেন ডিভিশনাল কমিশনার মণীষা সাক্সেনা৷ দিল্লির উত্তর-পশ্চিম থেকে এই কাজ শুরু হয়েছে বলেও জানিয়েছেন তিনি৷ এই সব কুয়ো গুলির জল পরীক্ষা করে দেখা গিয়েছে, এখানে জলে ক্লোরাইডের পরিমাণ বিপদসীমার ওপরে৷ তারপরেই কুয়োগুলি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়৷ বর্তমানে প্রতি বাড়িতে বিনামূল্যে ২০০০০ লিটার জল সরবরাহ করে দিল্লি সরকার৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*