শ্যামাপদ মালাকার-
ডুবিছে ভরাট জ্ঞানের অরুণ
সাথে নিয়ে যত উজল তরুণ
অন্তরে সব দেখিছে বসি- কেউ কাহারে কয়না
ঝুরিবে উতল রুধির দরুন
বহিবে ভূ-ভাগে সকল করুণ
মনুষ্যত্বের দুয়ারে বলি- স্বাধীনতার পাখনা।
পুড়িছে কানন কাঁপিছে গগন
বিবেকের দ্বারে ধরেছে অনল
দাদনে বন্দি মর্মের বাণী- ধরিবে কে-সে দর্পণ
হাঁসিছে খুনের বিরল প্লাবন
হইছে প্রকটা ক্ষীর্ণ ক্ষরণ
বীর-বিপ্লবীর মন্ত্র কর্ণে- করিবে কে-সে অর্পণ।
সাঁওতাল গানে বধির মাদল
রাজশ্রীর আজ উড়িছে নিচোল
কোথায় আজি নুকিয় আছে- বীর-বিধানের স্রষ্টা
তাকাও কুমার তুলিয়া লোচন
মায়ের অঙ্গনে অশুর নাচন
কেমনে সহিছো প্রাণে- একি বীরপুরুষের আত্মা!
ফেরাও ঊষার স্তিমিত কিরণ
জাগাও প্রভাতে নব-শিহরণ
বিক্ষত করো স্ব-দেশ প্রেমে- করে আদর্শ সিঞ্চন
গোপনে গভীর ললাটবচন
কাঙ্গাল বেদীতে করে বরিষণ
পুরাতন ঐ মলিন মুছে- তোল সত্যের স্পন্দন!।
Be the first to comment