সুনন্দ মন্ডল
কাঠিয়া,মুরারই,বীরভূম
শীত পেরিয়ে বসন্তের পাখি
রোদে পিঠের পালক গুলি পুড়ে।
ভালোবাসার গান গাইতে তারা
সুদূর থেকে আসল ছুটে ঘরে।
কূজনে তারা ভাসিয়ে দিল শীত
আনল বয়ে বসন্তের মুখ।
হলুদ খামে উড়ল চিঠি দূরে
নতুন কিছু উঠোন জুড়ে সুখ।
গাছের শাখা ভরলো ফুলে ফুলে
গুনগুনিয়ে ভ্রমর এলো ডালে।
তোমার খোলা চুলের ধারা পিঠে
লিপস্টিকের রঙ লেগেছে বলে।
তোমার নামে বিরহ সব মুছে
বাঁচিয়ে রাখি আনন্দের স্মৃতি।
ঝরাপাতায় দিনের খেলা ভুলে
স্নিগ্ধতার পরশ মাখা প্রীতি।
হোলির রঙে ভিজবে মন রেখা
ক্লান্তি যাবে ধূলায় মিশে মিশে।
তোমার সাথে খুনসুটিতে দিন
উজ্জ্বলতা বাড়ায় শুধু হেসে।
আজো হয়নি মলিন প্রেম তবু
মনের ঘরে মরচে ধরা গান।
নাব্যতার মাত্রা বাড়ে যত
ভালোবাসার প্রকাশে পায় প্রাণ।
Be the first to comment