উৎসব মিটতেই আতঙ্ক শহরে। ফের ফাটল দেখা দিল বউবাজারের একাধিক বাড়িতে। পুজোর পর মেট্রো রেলের কাজ শুরু হতেই এই ঘটনা বলে সূত্রের খবর। শুক্রবার ভোর রাতে পরপর একাধিক বাড়িতে ফাটল দেখা দেয়। আতঙ্কে এলাকার বাসিন্দারা ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েছেন। সকালেই ঘটনাস্থলে পৌঁছেছেন মেট্রো রেলের আধিকারিকরা। মোট ৮ টি বাড়িতে ফাটল চিহ্নিত করা হয়েছে। দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ।
মেট্রো নির্মাণকারী কেএমআরসিএল-এর তরফ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন কাজ বন্ধ ছিল ওই এলাকায়। দুর্গাপুজো মিটতেই গত শুক্রবার থেকে ফের কাজ শুরু হয়। বউবাজারের ভূগর্ভে সুড়ঙ্গের কাজ শুরু করা হয়েছিল। আর সেই কাজ করতে গিয়ে মাটির নীচ থেকে জল বেরিয়ে আসে। যে কারণে এই বাড়িগুলিতে ফাটল দেখা দিয়েছে বলে সূত্রের খবর।
কেএমআরসিএল কর্তাদের দাবি, আগেও এমন ঘটনা ঘটায় এবার ব্যবস্থা নেওয়া হয়েছিল। যেখান থেকে জল বেরচ্ছিল, সেখানে সিমেন্ট ও রাসায়নিক ব্যবহার করে ঢেকে দেওয়া হয়েছিল। তাই তাঁরা আত্মবিশ্বাসী ছিলেন যে আর জল বেরবে না।
কেএমআরসিএল-এর তরফ থেকে জানানো হয়েছে, ১৫ দিনের মধ্যে দেওয়া হবে ক্ষতিপূরণ। মেট্রো রেলের তরফ থেকে জানানো হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের জানানো হচ্ছে। তাঁরা পর্যবেক্ষণ করে এ বিষয়ে রিপোর্ট দেবে। বাড়ি ১০০ বর্গফুট হলে ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে,তার থেকে বেশি বড় বাড়ি হলে ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানানো হয়েছে। তবে মেট্রো রেল কর্তৃপক্ষের ওপর রীতিমতো ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। প্রতিনিধিরা এলাকায় এলে, তাঁদের প্রবেশ করতে বাধা দেওয়া হয়।
চলতি বছরে ২ বার ও এর আগে ২০১৯-এ একবার এ ভাবেই ফাটল দেখা দিয়েছিল বউবাজার এলাকায়। বারবার একই ঘটনা ঘটা সত্ত্বেও কেন কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না, সেই প্রশ্নই তুলেছেন গৃহহীন বাসিন্দারা।
Be the first to comment