শাশুড়িকে জব্দ করতে নিজের পাঁচ বছরের মেয়েকে দিয়ে যৌন নির্যাতনের অভিযোগ এনেছিল গৃহবধূ। প্ল্যান ভেস্তে গেছে পুলিসি তদন্তে। কাটোয়ার কবিরাজপাড়ার ঘটনা। বৌমার বিরুদ্ধেই পাল্টা মামলার নির্দেশ দিয়েছে আদালত।
শাশুড়ি-বৌমার লড়াই নতুন নয়। কিন্তু শাশুড়িকে জব্দ করতে এমন পথের সাহায্য কেউ নিতে পারে না তা ভাবলেও শিউরে উঠতে হয়। পাঁচ বছরের কন্যা সন্তানকেই শাশুড়ি জব্দের হাতিয়ার হিসাবে ব্যবহার করে কাটোয়ার কবিরাজ পাড়ার বাসিন্দা মৌসুমী দাস। তাঁর পাঁচ বছরের মেয়ের ওপর শাশুড়ি মীরা দাস যৌন নির্যাতন চালাচ্ছে বলে কাটোয়া থানায় অভিযোগ দায়ের করেন মৌসুমী দেবী। কাটোয়া থানা তদন্তে নেমে জানতে পারে, শাশুড়ির বিরুদ্ধে আনা মোসুমীর দেবীর গোটা অভিযোগটাই সাজানো ও মিথ্যে। ভাঙলেও মচকাতে নারাজ মৌসুমী দাস। তাঁর দাবি, মেয়ের অভিযোগের ভিত্তিতেই তিনি থানায় অভিযোগ জানান।গোটা ঘটনায় বিস্মিত শাশুড়ি মীরা দাস। মায়ের পাশেই দাঁড়িয়েছে ছেলে মিঠুন দাস।
থানার রিপোর্টের ভিত্তিতে অভিযোগকারী মৌসুমী দাসের বিরুদ্ধেই কাটোয়া থানাকে পাল্টা মামলা দায়ের করার নির্দেশ দিয়েছে আদালত।
Be the first to comment