KMRCL-এর তত্ত্বাবধানে দুর্গাপিতুরি লেনে বিপজ্জনক বাড়িগুলি ভেঙে ফেলার কাজ শুরু হলো। সংশ্লিষ্ট বাড়ির মালিকরা ইতিমধ্যেই নো অবজেকশন (NOC) কাগজে সই করে দিয়েছে। ইতিমধ্যেই পৌরনিগমের তরফে দুর্গাপিতুরি লেনের আরও কয়েকটি বাড়িকে বিপজ্জনক বলে চিহ্নিত করা হয়েছে। তবে যে বাড়িগুলির মালিক NOC-তে সই করেছে, সেই বাড়িগুলিই ভাঙা হচ্ছে বলে খবর।
১১/১ দুর্গাপিতুরি লেনের লাহা বাড়ি দিয়েই শুরু হয়েছে বাড়ি ভাঙার কাজ। এরপর বাকি বাড়িগুলিও ভাঙা হবে। সোমবার সকালে ভাঙার আগে ম্যান লিফটারের মাধ্যমে বাড়িগুলিতে ঢুকে বেশকিছু জিনিস নিয়ে আসেন মালিকরা।
ক্ষতিগ্রস্ত বাড়িগুলি একের পর এক ভেঙে পড়ায় বিপদ আরও বাড়ছে। একটি বাড়ি ভেঙে পড়লে তার পাশের বাড়িটির ভেঙে পড়ার সম্ভাবনা আরও বেশি বেড়ে যায়। ফলে এই লেনের প্রায় সব বাড়িই ক্রমশ কমবেশি বিপজ্জনক হয়ে উঠছে। তাই কোনওরকম দুর্ঘটনা এড়াতেই বিপজ্জনক বাড়িগুলি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে আজ সকালেই পরিদর্শনে এসেছিলেন ইঞ্জিনিয়াররা। CESC-এর তরফে ইতিমধ্যেই বাড়িগুলি থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে। রয়েছেন পৌরকর্মীরাও। বিপর্যয় মোকাবিলা আধিকারিক ও পুলিশ-প্রশাসনের নজরদারিতেই চলছে কাজ।
Be the first to comment