আবারও বউবাজারে ভেঙে পড়লো বাড়ি

Spread the love

বউবাজারে ভেঙে পড়লো আরও একটি বাড়ি। সোমবার ৮ নম্বর স্যাঁকরা পাড়া লেনের তিনতলা বাড়িটি ভেঙে পড়ে। আজ সকাল ৯টা ৫০ মিনিট নাগাদ পুরো বাড়িটি আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এদিকে বাড়ি ভাঙার খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন সেন পরিবার। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে কলকাতা পুলিশ, দমকল ও পৌরনিগমের কর্মীরা।

প্রসঙ্গত, ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজের জন্য বউবাজার এলাকার একাধিক বাড়িতে ফাটল ধরেছে ৷ এই বাড়িও মেট্রোর কাজের জন্য ক্ষতিগ্রস্ত হয় ৷ ওই বাড়িতে ফাটল দেখা দেওয়ার পরই সেটা খালি করে দেওয়া হয় ৷ মালপত্র সমেত বাড়ির বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। তাই এই ঘটনার জেরে কেউ হতাহত হয়নি ৷ তবে ওই এলাকায় নতুন করে বাড়ি ভেঙে পড়ার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা ৷

ক্ষতিগ্রস্ত বাড়িগুলি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিল কলকাতা পৌরনিগম। সোমবার থেকে ক্ষতিগ্রস্ত বাড়িগুলির ভেঙে ফেলা কাজ শুরু হবে। পাঁচটি বাড়িকে বিপজ্জনক বাড়ি হিসেবে চিহ্নিত করা হয়েছে। বাড়ির এক কর্ত্রী জানিয়েছেন, দেড়শো বছরের পুরনো বাড়ি হলেও তা নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হত । চলতি বছরের জুলাইয়ে বাড়িটি সম্পূর্ণ মেরামতি করা হয়েছিল। কলকাতা পৌরনিগমের তরফ থেকেও কখনও বাড়িটিকে বিপজ্জনক বাড়ি হিসেবে চিহ্নিত করা হয়নি। বাড়িটির যা ক্ষতি হয়েছে তা সম্পূর্ণভাবে ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের জন্য ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি। সেই সঙ্গে জানিয়েছেন, ওঁর মেয়ে এই বছরের মাধ্যমিক পরীক্ষার্থী। বই খাতা পরীক্ষার অ্যাডমিট কার্ড সবই রয়ে গেছে বাড়ির ভিতরে। কী ভাবে মেয়ে পরীক্ষা দেবে এখন সেই চিন্তায় কান্নায় ভেঙে পড়েন তিনি।

বউবাজার মেট্রোর কাজের জন্য ইতিমধ্যেই একাধিক বাড়ি ভেঙে পড়ায় সেখানকার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷ ঘটনাস্থানে আগে থেকেই মোতায়েন রয়েছে কলকাতা পুলিশের বাহিনী ও ডিজাস্টার ম্যানেজমেন্ট ৷ সেইসঙ্গে পৌরনিগমের কর্মীরা ঘটনাস্থলে রয়েছেন ৷ ওই এলাকার ফাটলের জেরে বাড়ি ভেঙে পড়া রুখতে আগে থেকেই ব্যবস্থা নিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ ৷ এর আগে দুর্গা পিতুরি লেনে বাড়িটি ভেঙে পড়ে । ওই বাড়িটিতেও ফাটল ধরেছিলো ৷ ওই এলাকার মাটির নিচে মেট্রোর টানেল তৈরির জেরে একের পর এক বাড়ি ভেঙে পড়ছে ৷ আপাতত কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*