একমুখ চওড়া হাসি নিয়ে পুলিশের গাড়িতে উঠল অভিযুক্ত। তা-ও আবার যে-সে অভিযোগ নয়, হোমের বাচ্চাদের উপর চার বছর ধরে যৌন নির্যাতন চালানোর অভিযোগ। মুজফ্ফরপুরের এই ঘটনায় অভিযুক্ত, ৫০ বছরের ব্রজেশ ঠাকুরের হাসি দেখে স্তম্ভিত পুলিশ।
দ্বিতীয়বার এফআইআর দায়ের হলো মুজফফরপুরের অভিযুক্ত অনাথ আশ্রমের মালিক ব্রজেশ ঠাকুরের বিরুদ্ধে। অভিযোগ, ১১ জন মহিলা এবং ৪ শিশু নিখোঁজ হয়েছে তাঁর অন্য একটি হোম থেকে। জানা গিয়েছে, এই হোমটি মুজফফরপুরের ছত্রভূজ স্থান এলাকায়।
২০ মার্চ মুম্বইয়ের টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্স পরিদর্শনে আসেন এই হোমে। তখনই প্রকাশ্যে আসে এই খবর। এরপরেই নড়েচড়ে বসে বিহার সরকার। তদন্তও শুরু করে সিবিআই। গ্রেফতার হন অভিযুক্ত।
এর আগেই প্রকাশ্যে এসেছে ব্রজেশের অন্য একটি হোমের ঘটনা। অভিযোগ, সেখানে প্রায় ৩৪ জন মহিলা সেখানে ধর্ষণের শিকার হয়েছেন। এই ঘটনাতেও এফআইআর দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে। এ বার ফের কাঠগড়ায় ব্রজেশ। তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছে আরও একটি এফআইআর।
একাধিক হোমের মালিক ব্রজেশের বিরুদ্ধে অভিযোগ, ১১ জন মহিলা এবং ৪ শিশু নিখোঁজ হয়েছে মুজফ্ফরপুরে ছত্রভুজ এলাকায় তাঁর একটি হোম থেকে। এর আগেই প্রকাশ্যে এসেছে ব্রজেশের অন্য একটি হোমের ঘটনা। অভিযোগ, সেখানে প্রায় ৩৪ জন মহিলা সেখানে ধর্ষণের শিকার হয়েছেন। এই ঘটনাতেও এফআইআর দায়ের হয়েছিল তাঁর বিরুদ্ধে। কিন্তু আইনের ফাঁক গলে বেঁচে যায় ব্রজেশ। ২০ মার্চ মুম্বইয়ের টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্স ছত্রভুজের হোম পরিদর্শনে এলে প্রকাশ্যে আসে নিখোঁজের খবর। এর পরেই বসে বিহার সরকার। তদন্তও শুরু করে সিবিআই। গ্রেফতার হয় ব্রজেশ।
স্থানীয় সূত্রের খবর, অভিযুক্ত ব্রজেশ ঠাকুর ‘প্রাত কমল’ নামের একটি দৈনিক সংবাদপত্র চালায়। অনেকগুলি স্বেচ্ছাসেবী সংগঠনও আছে তার। সংবাদমাধ্যমের বিভিন্ন স্তরে বড় যোগাযোগ আছে ব্রজেশের। সেই জোরেই কি আদালতে যাওয়ার পথে এত চওড়া হাসি ব্রজেশের?
Be the first to comment