ব্রাজিলে হলুদ জ্বরে বা ইয়েলো ফিভারে আক্রন্ত হয়ে এখনো পর্যন্ত ৮১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানিয়েছে ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের তথ্যনুযায়ী, ২০১৭ সালের জুলাই থেকে এখনো পর্যন্ত ২১৩ জন এই জ্বরে আক্রান্ত হয়েছেন। এছাড়া সর্বমোট এক হাজার ৮০ জনের শরীরে এই রোগের জীবাণু শনাক্ত করা হয়েছে। যার মধ্যে ৪৩২ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। আর ৪৩৫ জন এখনও তত্ত্বাবধানে রয়েছেন। গত সপ্তাহের সবশেষ তথ্যানুযায়ী, নতুন করে এ জ্বরে আক্রান্ত হয়েছেন ৮৩ জন, যার মধ্যে ২৮ জনের মৃত্যু হয়েছে। ভাইরাসটি রিও ডি জেনিরো, সাও পাওলোর মতো ব্রাজিলের জনবহুল শহর ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়লে সরকার এর নিয়ন্ত্রণে জরুরি টিকাদান কর্মসূচি হাতে নেয়। এই ভাইরাস বহনকারী নারী মশার মাধ্যমে হলুদ জ্বর ছড়ায়। এছাড়া বানরের শরীরেও ভাইরাসটি আক্রমণ করে।
Be the first to comment