মৃতের শরীর থেকে তুলে নিয়ে লিভার, হার্ট বা কিডনি প্রতিস্থাপনের কথা তো আজকাল আকছাড়ই শোনা যায়। কিন্তু জরায়ু প্রতিস্থাপন? মৃত দাতার শরীর থেকে জরায়ু তুলে অন্য এক মহিলার শরীরে সেই জরায়ু বসানো এবং সেই জরায়ুতেই গর্ভধারণ ও সন্তানের জন্ম? হ্যাঁ, এই ধরনের প্রতিস্থাপন ও সন্তানের জন্ম বিশ্বে প্রথমবার সম্ভব হয়েছে ব্রাজিলে। মৃতের জরায়ু নিজের শরীরে প্রতিস্থাপন করে কন্যাসন্তানের মা হয়েছেন ব্রাজিলেরই এক তরুণী। দ্য ল্যানসেট মেডিক্যাল জার্নালে প্রকাশিত হয়েছে এই খবর।
দাতার জরায়ুর শিরার সঙ্গে গ্রহীতার ধমনী, শিরা, লিগামেন্ট, ভ্যাজাইনাল ক্যানালকে সংযুক্ত করতে হয়েছে সার্জেনদের। এর আগে মৃত দাতার শরীর থেকে জরায়ু প্রতিস্থাপনের চেষ্টা হয়েছে অন্তত দশ বার। আমেরিকা, তুরস্ক ও চেক রিপাবলিকে। কিন্তু কোনও ক্ষেত্রেই সন্তানের জন্ম দিতে পারেননি মা। তবে জীবিত কারও জরায়ু অন্য মহিলার শরীরে প্রতিস্থাপন করে সন্তানের জন্ম দেওয়া সম্ভব আগেও হয়েছে। সুইডেনে ২০১৩ সালে এমন প্রক্রিয়ায় মা হন এক মহিলা। মোট ৩৯টি জরায়ু প্রতিস্থাপন এই প্রক্রিয়ায় হয়েছে, যেখানে জীবিত মহিলার জরায়ু প্রতিস্থাপিত হয়েছে অন্য মহিলার দেহে। এবং ১১টি শিশুর জন্ম হয়েছে। কিন্তু জীবিত মহিলার থেকে জরায়ু পাওয়া কঠিন ব্যাপার।
Be the first to comment