মেক্সিকোকে হারিয়ে যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল

Spread the love

চতুর্থবারের জন্য যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো ব্রাজিল। আয়োজক দেশ হিসেবে ব্রাজিল সোমবার আরও একবার বিশ্বকাপ নিজেদের ঘরে তুললো। ফাইনালে মেক্সিকোকে তারা হারাল ২-১ গোলের ব্যবধানে। সেমিফাইনালে ফ্রান্সের কাছে ০-২ গোলে পিছিয়ে থেকে দুরন্ত জয় ছিনিয়ে এনেছিল হলুদ জার্সির ফুটবলাররা। আর ফাইনালে মেক্সিকোর বিরুদ্ধেও কামব্য়াক করে জয়ের সাক্ষী থাকলো তারা।

দ্বিতীয়ার্ধে ০-১ গোলে ব্রাজিল পিছিয়ে থাকলেও খেলায় শেষ বাঁশি বাজার আগে দু-গোল করে দেন ব্রাজিল ফুটবলাররা। প্রথমার্ধে ব্রাজিল অনেক গোলের সুযোগ পেলেও গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে ব্রায়ান গঞ্জালেজ দুরন্ত হেডে গোল করে মেক্সিকোকে এগিয়ে দিয়েছিলেন। নির্ধারিত সময়ে খেলা শেষ হওয়ার আগেই ব্রাজিল পেনাল্টি থেকে সমতা ফিরিয়ে দেন।

ভেরনকে বক্সের মধ্যে ফাউল করা হয়েছিল। পেনাল্টি পায় ব্রাজিল। সেখান থেকে কাইয়ো জর্জে গোল করতে ভুল করেননি। ১-১ হয়ে যাওয়ার পর জয়সূচক গোল আসে দ্বিতীয়ার্ধের সংযোজিত সময়ে। তিন মিনিটের অতিরিক্ত সময়ের খেলা চলছিলো। পরিবর্ত হিসেবে নামা লাজারো ক্রস বল রিসিভ করে ঠাণ্ডা মাথায় জালে বল জড়ান।

মেক্সিকো কোচ মার্কো রুইজ অবশ্য ভারের সিদ্ধান্তে খুশি নন। তিনি সাফ জানাচ্ছেন, নিজেদের সুবিধামতো ব্রাজিল ভার প্রযুক্তির সুবিধা নিয়েছে। ভার সিদ্ধান্তের আগে পর্যন্ত আমরাই ম্যাচ নিয়ন্ত্রণ করেছি। তারপরে ব্রাজিল ম্যাচের দখল নিয়েছিল।

এদিকে তৃতীয় স্থানের লড়াইয়ে ফ্রান্স ৩-১ গোলে পরাজিত করল নেদারল্য়ান্ডকে। হ্যাটট্রিক করলেন আরনাউদ কলিমুয়েন্দো। টুর্নামেন্টে ৬টা গোল করে সোনার বুট জিতলেন নেদারল্যান্ডের সন্টজে হানসেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*