আর্জেন্টিনাকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল

Spread the love

আরও একবার জাতীয় দলের জার্সি গায়ে ম্যাজিক দেখাতে পারলেন না এলএম টেন ৷ বরং ব্রাজিলের তারুণ্যে ভরা দল ২-০ গোলে চির প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে পৌঁছে গেল ২০১৯ কোপা আমেরিকার ফাইনালে ৷ বুধবার খেলার ১৯ মিনিটে গ্যাব্রিয়েল জেসুসের গোলে এগিয়ে যায় সাম্বা বাহিনী ৷ ম্যান সিটির ফুটবলার ফিরমিনোর ক্রস কোনও ভুল না করে আর্জেন্টিনার গোল জড়িয়ে দেন ৷ তবে গোলটা প্রাথমিক ভাবে তৈরি করে দিয়েছিলেন ব্রাজিল অধিনায়ক ড্যানি অ্যালভেস ৷ প্রথমার্ধ শেষ হয় ১-০ গোলে ৷ এক গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে ঝাঁঝ বাড়ানোর চেষ্টা করে আর্জেন্টিনা ৷ তবে মেসি, অ্যাগুয়েরো, মার্তিনেজের ফ্রন্টলাইন ব্রাজিলের ডিফেন্স ভাঙতে ব্যর্থ হয় ৷

৭০ মিনিটে আরও একটি গোল করে ব্রাজিলের ফিরমিনো ৷ আর্জেন্তাইন ডিফেন্স চিরে লম্বা দৌড়ের পর বল ফিরমিনোকে বল বাড়িয়ে দেন গ্যাব্রিয়েল জেসুস ৷ ফের পরাস্ত হন নীল-সাদার গোলরক্ষক আরমানি ৷ ফলে এবার আর কোপার ফাইনালে ওঠা হল না মেসিদের ৷ অন্যদিকে ২০০৩ শেষবার কোপা জিতেছিল ব্রাজিল ৷ এবার ফের তাদের সামনে লাতিন আমেরিকার সেরা হওয়ার হাতছানি ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*