সেন্ট পিটার্সবার্গে ব্রাজিল-কোস্টারিকার শুক্রবারের ম্যাচে মাঠে নামছে এক ভারতীয়। ১১ বছরের নাথানিয়া। সে এই ম্যাচে অফিসিয়াল ম্যাচ বল কেরিয়ার। মাঠে খেলোয়াড়দের সঙ্গে ম্যাচের বলটি নিয়ে ঢুকবে সে। সারা দুনিয়ার দেশগুলি থেকে বেছে যে ৬৪টি স্কুল পড়ুয়াকে রাশিয়া বিশ্বকাপের বল কেরিয়ারের জন্য বাছাই করা হয়েছে, নাথানিয়া তাদেরই একজন। তার বাবা ম্যাথু জন থাকেন তামিলনাডুর কোটাগিরির গ্রসউইন রোডে।
নাথানিয়া অন্ধ্রপ্রদেশের মদনপল্লির ঋষিভালা বোর্ডিং স্কুলের ক্লাস সেভেনের ছাত্র। ভারত থেকে আরেকজন বল কেরিয়ার নির্বাচিত হয়েছে। সে কর্নাটকের ঋষি তেজ। সোচিতে বেলজিয়াম-পানামা ম্যাচে মাঠে নেমেছিল সেও।
Be the first to comment