গোল করলেন এবং করালেন। প্রথম ম্যাচেই স্বমহিমায় নেইমার দা সিলভা ৷ ৩-০ ব্যবধানে জয় পেল ব্রাজিল ৷ কোপার প্রথম ম্যাচে করোনা বিধ্বস্ত ভেনেজুয়ালাকে উড়িয়ে দিল সাম্বা ব্রিগেড ৷ রবিবার রীতিমতো দাপট দেখিয়ে কোপা আমেরিকায় উদ্বোধনী ম্যাচে জয় পেল হলুদ জার্সিধারীরা ৷ ২৩ মিনিটে নেইমারের নিখুঁত কর্নার থেকে গোল করেন ব্রাজিলের ডিফেন্ডার মারকুউনোজ ৷ এরপরও প্রথমার্ধে একাধিক গোলের সুযোগ তৈরি করে হলুদ জার্সির খোলোয়াড়রা ৷ কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় তারা। এভারটনের ফরোয়ার্ড রিচার্লিসন ভেনেজুয়ালার গোলকিপারকে পরাস্ত করলেও অফসাইডের ফাঁদে পড়েন ৷ অন্যদিকে, গোলের গন্ধ পেলেও সুযোগ হাতছাড়া করেন নেইমার ৷
দ্বিতীয়ার্ধের শুরুতেও একবার গোল করার খুব কাছে পৌঁছে গিয়েছিলেন নেইমার দা সিলভা ৷ তবে শেষ অবধি এবারের কোপায় নেইমেরার বৈধ গোল জাল ছোঁয়, যখন ৬১ মিনিটে ভেনেজুয়েলা বক্সে ড্যানিলোকে ঠেলে ফেলে দেন কুমনা ৷ পেনাল্টি পায় ব্রাজিল ৷ হিমশীতল মস্তিষ্কের পরিচয় দিয়ে আন্তর্জাতিক ম্যাচের ৬৫তম গোলটি করে ফেলেন নেইমার ৷ ভেনেজুয়েলার কফিনে শেষ পেরেকটি পোতেন গ্যাব্রিয়েল ৷ এবারও নেইমারের বাড়ানো বলে গোল করা ছাড়া উপায় ছিল না গ্যাব্রিয়েলের ৷
ব্রাজিল-ভেনেজুয়ালা ম্যাচের সার্বিক পরিসংখ্যান দেখলেও বোঝা যাবে হলুদ জার্সিধারীদের কতখানি দাপট ছিল গোটা ম্যাচে ৷ ব্রাজিলের বল পজিশন ছিল ৬২ শতাংশ, ভেনেজুয়েলার পজিশন সেখানে ৩৮ শতাংশ ৷ ভেনেজুয়ালার গোলে ব্রাজিলের খেলোয়াড়রা ১৮টি শট নেয়, সেখানে ভেনেজুয়েলা শট নিতে পেরেছে মাত্র ৩টি ৷ তবু, নেইমারদের পারফরম্যান্সকে ছোট না করেও বলা যায়, ভেনেজুয়েলার এতখানি খারাপ ফলের পিছনে রয়েছে করোনা ভাইরাস ৷
রবিবারের ম্যাচের আগে ভেনেজুয়েলা স্কোয়াডের কোচিং স্টাফ ও খেলোয়াড় মিলিয়ে মোট ১২ জন করোনা আক্রান্ত হয়ে দল থেকে ছিটকে যান ৷ ব্রাজিল সেই সুযোগের সদ্ব্যবহার করল ৷
Be the first to comment