ব্রাজিল লেজেন্ডস বনাম ইন্ডিয়া অল স্টারস: রোনালডিনহো, রিভালদো এবং আরও অনেক উজ্জ্বল তারকায় মুখরিত আজ চেন্নাই স্টেডিয়াম

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- আজ চেন্নাইয়ের জহরলাল নেহরু স্টেডিয়ামে প্রীতি ম্যাচে মুখোমুখি হলো ব্রাজিল লেজেন্ডস দল এবং ইন্ডিয়া অল স্টার। ভারতীয় ফুটবলের এমন ম্যাচ বিরল দেখছেন ভক্তজন।

ব্রাজিলের ফুটবল কিংবদন্তি রোনালডিনহো, রিভালদো এবং আরও অনেক ফুটবলার ব্রাজিল লেজেন্ডস এবং ইন্ডিয়া অল স্টারসের মধ্যে বহুল প্রতীক্ষিত প্রদর্শনী ম্যাচের জন্য প্রস্তুত হওয়ায় হেনাই ফুটবল ইতিহাসের সাক্ষী হতে প্রস্তুত। ব্রাজিলের ২০০২ ফিফা বিশ্বকাপজয়ী দলের কিছু সেরা ফুটবলার আজ রবিবার, ৩০শে মার্চ চেন্নাইয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ভারতের প্রাক্তন তারকাদের মুখোমুখি হলেন। ভক্তরা আনন্দের জোয়ারে মুখরিত ও উৎসাহিত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*