ভূমিকম্পে কেঁপে উঠল পেরু-ব্রাজিল সীমান্ত। ইউ এস জিওলজিকাল সার্ভে জানিয়েছে, শুক্রবার ভোরে অনুভূত হয়েছে ভূকম্পন। রিখটার স্কেলের এর মাত্রা ছিল ৭.১।
প্রাথমিক ভাবে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পেরুর পুয়ের্তো মালডোনাডোর ২৫০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অবশ্য জানা গিয়েছে, সারা দেশ জুড়েই নাকি অনুভূত হয়েছে কম্পন। এমনকী এই কম্পন নাকি ছড়িয়ে পড়েছে উত্তর চিলির এরিকাতেও।
টুইটারেও এই ভূমিকম্প নিয়ে বিভিন্ন মানুষ শেয়ার করেছেন নানা খবর। সেখান থেকেই জানা গিয়েছে, ভূমিকম্পের উপকেন্দ্র থেকে উত্তর-পশ্চিমে পুকাল্লপা শহরে দু বার জোরালো ভাবে অনুভূত হয়েছে কম্পন। প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার অবশ্য কোনও সুনামির সতর্কতা জারি করেনি।
Be the first to comment