দুর্গা পুজোর আগে খানিক স্বস্তি পেতে পারেন দক্ষিণ কলকাতাবাসীরা। বিশেষ করে করুণাময়ী, টলিগঞ্জ এবং বেহালা নিবাসীরা। সবকিছু ঠিক থাকলে পুজো শুরুর আগেই খুলে দেওয়া হতে পারে করুণাময়ী ও ইজাতুল্লা লেনের টলি ক্লাবে দু’দিক দিয়ে যাওয়া টালি নালার উপর দিয়ে তৈরি সেতু দুটি। বুধবারই সেতু পরিদর্শনে যাবেন রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী তথা কেএমডিএ-র চেয়ারম্যান ফিরহাদ হাকিম।
তবে এই ব্রিজ পুজোর আগেই চালু হলে সমস্যা হবে ইজাতুল্লা লেনের প্রায় ২০ বছরের পুরনো একটি দুর্গাপুজো আয়োজনে। ইতোমধ্যে মণ্ডপের জন্যে বাঁশ বাঁধার কাজ শুরু হয়ে গিয়েছে। কিন্তু সেতু উদ্বোধনের দিন আচমকা এগিয়ে আসায় সমস্যায় পড়েছেন পুজো উদ্যোক্তারা।
কলকাতা পুরসভার এক আধিকারিক জানিয়েছেন, দুটি জায়গাতেই নালার উপর দিয়ে আসা সেতু তৈরির কাজ কয়েক মাস আগেই শেষ হয়েছে। কিন্তু অ্যাপ্রোচ রোডের কাজ কিছু কারণে বন্ধ ছিল। সেই কাজ জোর কদমে শুরু হয়ে গিয়েছে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যাবে। তবে টলি ক্লাবের বাউন্ডারি দেওয়াল যদি ভেঙে খানিক পিছিয়ে দেওয়া হয়, তাহলে গাড়ি চলাচলে সুবিধে হবে বলেই তিনি জানিয়েছেন। টলি ক্লাবের তরফেও জানানো হয়েছে সাধারণ মানুষের সুবিধার্থে প্রয়োজনীয় অনুমতি দ্রুত দেওয়া হবে।
Be the first to comment