ভোটমুখী বঙ্গে আজ সকলেরই নজর রয়েছে জোটের ব্রিগেড সমাবেশে। ইতিমধ্যেই দূর-দূরান্তের জেলা থেকে আকাশবাণীর সামনে ময়দানে আসতে শুরু করেছে একাধিক বাস। সেখান থেকে হেঁটে ব্রিগেডের দিকে রওনা দিতে শুরু করেছেন বাম ও কংগ্রেসের কর্মী-সমর্থকরা। ব্রিগেডকে কেন্দ্র করে শহরের রাজপথ স্বাভাবিক রাখতে প্রস্তুত লালবাজারও।
আগেই ব্রিগেডের কারণে রবিবার শহরের যান নিয়ন্ত্রণ নিয়ে একাধিক পরিকল্পনার কথা জানিয়েছিল কলকাতা ট্রাফিক পুলিশ। রবিবার ভোর পাঁচটা থেকে দুপুর দু’টো পর্যন্ত শহরের ভিতরে সমস্ত রকম পণ্যবাহী লরি চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি, ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বর-সহ ময়দান সংলগ্ন বেশ কিছু এলাকায় গাড়ি পার্কিং নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া, শিয়ালদহ এবং হাওড়া হয়ে যে সমস্ত মিছিল কলকাতায় ঢুকবে, তাদের জন্য বাড়তি পুলিশকর্মী মোতায়েন থাকবে বলেও জানানো হয়েছে। কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ড্রোনের মাধ্যমে নজরদারি চালাবে লালবাজার। শনিবার ব্রিগেড ময়দান ঘুরে দেখেন পুলিশ আধিকারিকরা। বম্ব স্কোয়াড এবং স্নিফার ডগ দিয়েও পর্যবেক্ষণ করা হয়।
শিয়ালদহ স্টেশন-মৌলালি-এস এন ব্যানার্জি রোড হয়ে একটি মিছিল আসবে ডোরিনা ক্রসিং-ময়দান মার্কেট-ডাফরিন রোডে। দক্ষিণ কলকাতা থেকে মিছিলটি আসবে টালিগঞ্জ ট্রাম ডিপো-রাসবিহারী অ্যাভিনিউ-হাজরা-আশুতোষ মুখার্জি রোড হয়ে বিড়লা তারামণ্ডল। গোলপার্ক-গড়িয়াহাট হয়ে আরেকটি মিছিল হাজরায় মিলিত হবে। পার্ক সার্কাসে লেডি ব্রেবোর্ন কলেজের সামনে থেকে আরেকটি মিছিল শেক্সপিয়ার সরণি দিয়ে পৌঁছবে বিড়লা তারামণ্ডলে। বন্ডেল গেট থেকে শুরু করে বাম-কংগ্রেস কর্মীরা আসবেন আমির আলি অ্যাভিনিউ-পার্ক সার্কাসে। সেখান থেকে আগের মিছিলটির সঙ্গে মিলিত হবেন।
অপরদিকে, হিন্দ সিনেমার সামনে থেকে মিছিল পৌঁছবে চিত্তরঞ্জন অ্যাভিনিউ-ডোরিনা ক্রসিং হয়ে ময়দান। শ্যামবাজার-বিধান সরণি-বিবেকানন্দ রোড হয়ে উত্তর কলকাতার মিছিল পৌঁছবে ডোরিনা ক্রসিংয়ে। কিছু সমর্থক জড়ো হবেন লেনিন মূর্তির পাদদেশে। সেখান থেকেও পায়ে হেঁটে যাবেন ময়দানে।
Be the first to comment