ব্রিগেড থেকে আগামী ২০ মে বামেদের দেশব্যাপী ধর্মঘটের ডাক..

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- রবিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের জনসমাবেশ থেকে আগামী ২০ মে দেশব্যাপী ধর্মঘটের ডাক দেওয়া হলো। বামেদের দাবি, ছাত্রযুবরা পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে। রাজ্যের উন্নতি স্তব্ধ হয়ে গিয়েছে। জিনিসপত্রের দাম হু হু করে বেড়েছে। সরকারের নীতির কারণে গরিবেরও রোজগার বাড়ছে না। এই পরিস্থিতিতে মেহনতি মানুষের কথা মাথায় রেখে শ্রমিকদের স্বার্থে এই দেশব্যাপী ধর্মঘটের ডাক দিল বামেরা। ব্রিগেডের মঞ্চ থেকে সিটুর সাধারণ সম্পাদক অনাদি সাহু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিলেন, ‘আগুন নিয়ে খেলবেন না।’

বামেদের দাবি প্রতিনিয়ত কেন্দ্র ও রাজ্য লুঠ করে চলেছে সাধারণ মানুষকে। ব্রিগেডের মঞ্চ থেকে ক্রমশ একযোগে পদ্ম ও জোড়াফুল শিবিরকে নিশানা বামেদের। সাথে দুই সরকারকে উৎখাতের ডাক দিয়ে ২০ মে দেশজুড়ে শ্রমিক ধর্মঘটের ডাক।
ব্রিগেড জনসমাবেশ থেকে বামেদের দাবি,২৬ হাজার চাকরি চলে গেল। অযোগ্যদের বাঁচাতে মরিয়া মুখ্যমন্ত্রী। ব্রিগেড থেকে হুঙ্কার বামেদের, এই রাজ্যের সরকারকে দুর্নীতিগ্রস্ত, জনবিরোধী, ফ্যাসিস্ট সরকার চলছে বলে কটাক্ষ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*