বেনজির সিদ্ধান্ত মমতার। ব্রিগেডের মঞ্চ থেকেই ঘোষণা করা হবে তৃণমূল প্রার্থীদের নাম। আসন্ন লোকসভা নির্বাচনে ৪২ আসনে কাদের প্রার্থী করা হবে, রবিবারই সেই তালিকা প্রকাশ করা হবে। ‘জনগর্জন সভা’ নামে ব্রিগেডে যে আয়োজন করা হয়েছে শাসক দলের তরফে, সেখান থেকেই নাম ঘোষণা হবে বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে। এভাবে প্রকাশ্য মঞ্চে প্রার্থী তালিকা ঘোষণা এক নজিরবিহীন ঘটনা। থাকতে পারে একাধিক চমক। বিজেপি ইতিমধ্যেই বাংলার বেশ কয়েকটি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। আর এক ধাপ এগিয়ে ৪২ জনের নামই ঘোষণা করে দিতে চলেছেন মমতা।
ক’দিন আগে বিজেপি রাজ্যের ৪২টি আসনের মধ্যে ২০টি আসনের প্রার্থিতালিকা ঘোষণা করেছিল। রবিবার তৃণমূল আপাতত ৪২টি আসনেই প্রার্থীদের নাম ঘোষণা করে দিতে চলেছে। এত দিন ভোটের নির্ঘণ্ট ঘোষণার দিন অথবা তার পরের দিন কালীঘাটের তৃণমূল কার্যালয় থেকে প্রার্থীদের নাম ঘোষণা করতেন তৃণমূল নেত্রী। কিন্তু এ বার তাতেও ব্যতিক্রম। নজিরবিহীন ভাবে, ব্রিগেড সমাবেশের মঞ্চ থেকেই প্রার্থীদের নাম ঘোষণা করতে চলেছেন মমতা। তৃণমূল সূত্রে খবর, আপাতত বাংলার ৪২টি আসনের পাশাপাশি মেঘালয়ের তুরা এবং অসমেও দু’টি আসনে প্রার্থীদের নাম ব্রিগেড থেকেই ঘোষিত হবে।
Be the first to comment