ব্রিগেড যেন দুর্গ! অপ্রীতিকর পরিস্থিতি সামলাতে প্রস্তুত ১৬০০ পুলিশ

Spread the love

ব্রিগেড জনগর্জন সভায়, নিরাপত্তার আটসাঁট ছবি। বিশাল সংখ্যক পুলিশ বাহিনীর পাশাপাশি, ব্রিগেড গ্রাউন্ডে প্রবেশ করতে গেলে হচ্ছে সিকিউরিটি চেক। প্রায় ৫৪ টি ব্লক আছে, সেই ব্লকের প্রতিটি এন্ট্রি পয়েন্টে চলছে চেকিং, এছাড়াও মোট ২০ টি গেট আছে ব্রিগেডে প্রবেশের জন্য, সেই গেটের সামনেও DFMD গেট। এছাড়াও মেটাল ডিটেক্টরের মাধ্যমে আগত প্রত্যেক কর্মী সমর্থকের চেকিং চলছে। রবিবারের হাই ভোল্টেজ-হাইটেক সভায় নিরাপত্তাও চোখে পড়ার মতো। 

ব্রিগেড সমাবেশের জন্য প্রস্তুত রয়েছে ১৬০০ পুলিশ। সূত্রের খবর, মাঠে থাকছেন ৩০০ অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদা অফিসার। থাকছেন ইনস্পেকটর, সাব-ইনস্পেকটররাও। বিগ্রেড সভা স্থলের আশপাশে ৩ জন যুগ্ম কমিশনার ও ২১ জন ডেপুটি কমিশনার পদমর্যাদা অফিসার থাকছেন বলেও খবর। অন্যদিকে আপতকালীন অবস্থার জন্য থাকছে থাকছে QRT, ১১ অ্যাম্বুলেন্স। থাকছেন দমকলের ৪টি ইঞ্জিন। 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*