আজ বিজেপির ব্রিগেড; ১০ লক্ষ মানুষ জমায়েতের লক্ষ্য গেরুয়া শিবিরের

Spread the love

আজ ব্রিগেডে ১০ লক্ষ লোক আনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে আগেই জানিয়েছিল বিজেপি। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষেরও দাবি, “ব্রিগেডে প্রায় ১০ লক্ষ মানুষের জমায়েত হবে।” যদিও ব্রিগেডে মঞ্চ করার পরে ১০ লক্ষ মানুষ ধরে কি না, সে প্রশ্ন উঠছে।

গতকাল কৈলাস বিজয়বর্গীয় বলেন, ‘‘দেশ ও দুনিয়ার সবচেয়ে বড় তারকা নরেন্দ্র মোদীজি। তিনি সরাসরি বাংলার জনতার সঙ্গে কথা বলবেন।’’

বিজেপি সূত্রের খবর ৫০০০ দলীয় স্বেচ্ছাসেবক আজ ব্রিগেড ময়দানে থাকবেন। সমাবেশের নিরাপত্তার স্বার্থে রাখা হবে ১৫০০ সিসি ক্যামেরা। ২০টি জায়ান্ট স্ক্রিন থাকবে শ্রোতাদের সুবিধার্থে। ব্রিগেডের সমাবেশে যোগ দিতে এ দিনই যাঁরা শহরে পৌঁছেছেন, তাঁদের উত্তর কলকাতার কয়েকটি ধর্মশালায় রেখেছে বিজেপি। আজ দলের রাজ্য দফতর এবং হাওড়া থেকে মিছিল করে অনেকে ব্রিগেডে যাবেন। লোক আনতে তিনটি ট্রেন ভাড়া করা হয়েছে বলে বিজেপি সূত্রের দাবি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*