ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শুরু হলো ১৯ জানুয়ারির খুঁটি পোতার কাজ। জানা গিয়েছে স্টেজের পিছনে ভারতের ম্যাপের পাশাপাশি থাকবে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও। সোমবার নারকেল ফাটিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।
মোট ৫টি স্টেজ হবে বলে জানা গিয়েছে। এছাড়া মূল মঞ্চটি হবে ১০০ ফুট লম্বা, ৪৪ ফুট চওড়া। মঞ্চের উচ্চতা হবে প্রায় ১০ ফুট। এদিন অনুষ্ঠানে উপস্থিত হয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারন সম্পাদক তথা রাজ্য সভাপতি সুব্রত বক্সী বলেন, ব্রিগেডের সমাবেশ থেকেই দিল্লি দখলের ডাক দেওয়া হবে। এছাড়া ১৯ জানুয়ারি বিভিন্ন দলের মোট ২২ জন প্রতিনিধি আসবেন বলে এখনও পর্যন্ত জানা গিয়েছে।
এদিনের অনুষ্ঠানে দলের বরিষ্ঠ নেতা শোভনদেব চট্টোপাধ্যায়, দেবাশিষ কুমার ও তৃণমূল কংগ্রেস নেতা তাপস রায় উপস্থিত ছিলেন।
দেখুন ভিডিও-
Be the first to comment